নয়া নির্দেশিকা পর্ষদের, মোবাইল থাকলে সাসপেন্ড শিক্ষকও


মাধ্যমিকে মোবাইল নিয়ে আরও কড়া হল মধ্যশিক্ষা পর্ষদ। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। তার তিন দিন আগে শনিবার পর্ষদ ঘোষণা করেছে, কোনও পরীক্ষার্থী মোবাইল হাতে ধরা পড়লে তৎক্ষণাৎ তার পরীক্ষা বাতিল করা হবে। শুধু পরীক্ষার্থীই নয়, পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না কোনও শিক্ষক বা অশিক্ষককর্মীও। তা করলে অবিলম্বে তাঁকে সাসপেন্ড করা হবে। একথা জানিয়ে পর্ষদ সভাপতি বললেন, পরীক্ষার শুরুর আগেই সব শিক্ষক এবং অশিক্ষককর্মীকে তাঁদের মোবাইল জমা রাখতে হবে স্কুলের প্রধানশিক্ষক বা প্রধানশিক্ষিকার কাছে।

তিনি মোবাইলগুলি তালাবন্ধ করে সেই চাবি জমা দেবেন ভেন্যু–ইনচার্জকে। পরীক্ষা শেষ হলে সেই মোবাইল ফেরত পাবেন তাঁরা। মাধ্যমিকের সময় শুধুমাত্র ভেন্যু–ইনচার্জেরই মোবাইল ব্যবহারের অনুমতি রয়েছে। প্রশ্ন ফাঁস রুখতেই এই পদক্ষেপ করেছে পর্ষদ। এবছর ১২ তারিখ থেকে শুরু হয়ে ২২ তারিখ শেষ হবে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীর সমখ্যা কমপক্ষে ১১ লক্ষ।