তীরে এসে ডুবল তরি, শেষ বলে হার ভারতের


হ্যামিলটন: আশা জাগিয়েও শেষ রক্ষা হল না৷ শেষ দু'ওভারে প্রয়োজন ছিল ৩০ রান৷ সেই অঙ্কই শেষ ওভারে দাঁড়ায় ১৬ রানে৷ উইকেট হাতে থাকলে থ্রিলার ম্যাচে শেষ ওভারে এই রান কঠিন কিছু নয়৷ কিন্তু লকগেট খুললে আর কবেই বা ভারত নিজেদের ধরে রেখেছে!

এদিন যেমন মিডল অর্ডারের উইকেটের লকগেট খুলতেই একের পর এক উইকেট হারিয়ে সেডন পার্কে নিউজিল্যান্ডকে ম্যাচ উপহার দিয়ে এল ভারত৷ থ্রিলার ম্যাচে শেষ বলে ছয় হাঁকিয়েও ভারতকে জয়ের সরণীতে ফেরাতে পারলেন না দীনেশ৷ ভারতের বিরুদ্ধে কিউয়িরা জয় পেল ৪ রানে৷

দীনেশ-ক্রুণাল শেষ চার ওভারে চেষ্টা করলেন৷ কিন্তু তাঁদের চেষ্টা যথেষ্ট ছিল না৷ শেষ ওভারে আঁটোসাঁটো বোলিং করে মাত্র ১১ রান খরচ করেন কিউয়ি পেসার টিম সাউদি৷ তাঁর নিয়ন্ত্রিত বোলিংয়েই ম্যাচ হারাল মেন ইন ব্লু৷ সেডেন পার্কে ম্যাচে জিতে নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ জিতল ২-১ ব্যবধানে৷