একাধিক প্রকল্পের উদ্বোধনে আজ দক্ষিণ ভারত সফরে মোদী


নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে দেশজুড়ে যেন ঝটিকি সফরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ উত্তর পূর্ব ভারতে দু'দিনের সফর শেষে রবিবার তিনি উড়ে যাবেন দক্ষিণ ভারতে৷ দক্ষিণের তিনটি রাজ্য অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও কর্ণাটক যাবেন মোদী৷ প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে তিনরাজ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা৷ তবে এর মাঝেও অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম পার্টির বিরোধীতার মুখে পড়তে হতে পারে তাঁকে৷ সূত্রের খবর, কালো শার্ট পড়ে গান্ধী স্টাইলে প্রতিবাদ জানাবে টিডিপি কর্মীরা৷

সফর সূচি অনুযায়ী রবিবার প্রথম অন্ধ্রপ্রদেশের গুন্টরে যাবেন মোদী৷ সেখানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন৷ যার মধ্যে রয়েছে ওএনজিসি'র কৃষ্ণা-গোদাবরী উপকূলে বশিষ্ঠ ও এসওয়ান ডেভেলপমেন্ট প্রজেক্টের উদ্বোধন৷ কৃষ্ণাপত্তনমে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের নতুন টার্মিনালের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন৷

একদিকে মোদী যখন রাজ্যে এসে একের পর এক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন করবেন৷ তখন রবিবার দিনটিতে কালো দিবস হিসাবে পালন করবে রাজ্যের শাসক দল তেলেগু দেশম পার্টি৷ রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর নির্দেশে দলের কর্মী ও সমর্থকরা কালো ও হলুদ টি শার্ট পড়ে ও বেলুন উড়িয়ে গান্ধী স্টাইলে প্রতিবাদ জানাবে৷ চন্দ্রবাবু নাইডু জানান, অন্ধ্রপ্রদেশের প্রতি অবিচার করেছেন প্রধানমন্ত্রী মোদী৷ রাজ্য ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি দূর্বল হয়ে পড়ছে৷ রাফায়েল নিয়ে তাঁর ভূমিকা দেশের কাছে লজ্জাজনক৷ তাই এই প্রতিবাদ ৷
 
অপরদিকে তামিলনাড়ুতে ত্রিচি বিমানবন্দরের নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন৷ চেন্নাই বিমানবন্দরের আধুনিকীকরণের জন্য নানা উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন৷ সেখানে ইএসআইসি হাসপাতালের উদ্বোধন করবেন৷ কর্ণাটকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফোরমেশন টেকলোনজির ভিত্তি প্রস্তর হবে মোদীর হাত ধরেই৷