অঙ্গ প্রতিস্থাপনের নিয়ম ভেঙে অভিযুক্ত অ্যাপোলো


অঙ্গ প্রতিস্থাপনের সময় মানা হয়নি নিয়ম। এক রোগীর নাম দিয়ে অন্য রোগীর শরীরে প্রতিস্থাপিত করা হয়েছে অঙ্গ। এমনই অভিযোগ অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে। শুক্রবার এ ব্যাপারে অ্যাপোলো কর্তৃপক্ষের ব্যাখ্যা তলব করেছিল রিজিওনাল অর্গ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গানাইজেশন (‌রোটো)। কিন্তু তাদের জবাব সন্তোষজনক নয়। কেন এমন ঘটল, তা সোমবারের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। জবাব পাওয়ার পর ব্যবস্থা নেবে রোটো। 
জানা গেছে, কোন হাসপাতালে কোন রোগীর অঙ্গ প্রতিস্থাপিত হতে পারে, সময়ে সময়ে তার তালিকা জমা দিতে হয় রোটো–কে। নতুন কোনও নাম যুক্ত হলে তা–ও জানাতে হয়। আর এখানেই অ্যাপোলোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে সর্বশেষ তালিকা পাঠাননি। এবং অঙ্গ প্রতিস্থাপনের সময় গ্রহীতার ক্রমও মানা হয়নি। তার মানে, এক রোগীর বদলে অন্য রোগীর দেহে অঙ্গ প্রতিস্থাপিত হয়েছে। অ্যাপোলো হাসপাতাল সেপ্টেম্বরে ১০ জনের এমনই একটি তালিকা পাঠিয়েছিল। অক্টোবরে আরও একটি তালিকা পাঠায়। ২৬ অক্টোবর অ্যাপোলো হাসপাতালে অঙ্গ প্রতিস্থাপন হয়। কিন্তু সে–সময় যে রোগীর লিভার প্রতিস্থাপিত হয়েছিল, তাঁর নাম সেপ্টেম্বর মাসে পাঠানো তালিকায় ছিল না। আর এখানেই প্রশ্ন তুলেছে রোটো। অ্যাপোলোর বিরুদ্ধে নিয়মভঙ্গের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে সর্বশেষ তালিকা পাঠাননি। এদিন অ্যাপোলো হাসপতালের সিইও রানা দাশগুপ্তকে ডেকে পাঠিয়েছিল রোটো। তিনি মৌখিকভাবে সাফাই দিয়েছেন। কিন্তু তাতে সন্তুষ্ট হয়নি রোটো। রোটো স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ জানায়।অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন বেহালার অমিত মুখার্জির ব্রেন ডেথ হয় ২৫ অক্টোবর। তাঁর পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন তাঁর অঙ্গ দান করা হবে। তাঁর অঙ্গ পেয়েছেন ৪ জন।