‌ক্যালিফোর্নিয়ার দাবানলে মৃত্যু বেড়ে ২৫


ক্যালিফোর্নিয়ার প্যারাডাইস শহরে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ জন। নিখোঁজ কমপক্ষে ৩৫ জন। শনিবার পর্যন্ত সম্পূর্ণ ভস্মীভূত ৭০০০টি ঘরবাড়ি। একথা জানিয়েছেন বিউট কাউন্টির শেরিফের দপ্তর সূত্রে এখবর জানানো হয়েছে।

শেরিফ কোরি হানিয়া বলেছেন, এতো মারাত্মক দাবানল এর আগে দেখেনি ক্যালিফোর্নিয়া। গাঢ় কমলা ধোঁয়ায় ঢেকে রয়েছে পুরো এলাকা। প্রায় সম্পূর্ণ প্যারাডাইস শহরটিই পুড়ে ছাড়খার হয়ে গিয়েছে। শনিবার রাতভোর প্যারাডাইস, মালিবু এবং সংলগ্ন এলাকা থেকে কমপক্ষে ১,৫০০০০ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়।

মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উলসি দাবানল নামে ওই দাবানলটি প্রায় ৩৫০০০ একর ভূমি গ্রাস করে নিয়েছে। শনিবারের মধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দুটি দাবানলে পুড়ে ছাই লস এঞ্জেলেস এবং ভেঞ্চুরা কাউন্টির ৪০০০০ একরেরও বেশি ভূমি।

দমকলকর্মীরা জানাচ্ছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল থেকে যে দাবানল লেগেছিল তা এখনও বিন্দুমাত্র নিয়ন্ত্রণে আসেনি। উল্টে উত্তরোত্তর আগুনের উত্তাপ বাড়ছে।