‌‌ছত্তিসগড়ে সাতটি বিস্ফোরণ, শহিদ বিএসএফ–এর এএসআই


ছত্তিসগড়ের কাঙ্কের জেলার কোয়ালিবেড়ায় আইইডি বিস্ফোরণ এবং মাওবাদীদের গুলিতে জখম বিএসএফ–এর এএসআই মহেন্দর সিং–এর মৃত্যু হল। রাজস্থানের ভরতপুর জেলার দুমারিয়া গ্রামের বাসিন্দা মহেন্দর বিএসএফ–এর ৩৫ নম্বর ব্যাটেলিয়নে কর্তব্যরত ছিলেন। রবিবার সকালে কোয়ালিবেড়ার গোমে এবং গাট্টাকল গ্রামে বিএসএফ–এর ৩৫ নম্বর ব্যাটেলিয়নের টহলদারির সময় একইসঙ্গে দুটি গ্রামে টানা সাতটি আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। সব কটি আইইডি একটি ট্রিগারে ফাটে বলে জানিয়েছে পুলিস। তারপরই গুলিবর্ষণ করতে থাকে তারা। আইইডি–র স্পিল্‌ন্টার এবং গুলি লেগেছিল মহেন্দরের গলায়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালেও ভর্তি করা হলে দুপুরে তিনি মারা যান।

এছাড়া এদিন সকালেই বিজাপুর জেলাতেও মাওবাদী–নিরাপত্তাবাহিনী সংঘর্ষ হয়। বেদ্রে এলাকায় স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানের সময় মাওবাদীরা গুলি চালালে পাল্টা জবাব দেয় বাহিনী। গুলির লড়াইয়ে নিকেশ হয়েছে এক মাওবাদী। ইউনিফর্ম পরিহিত তার দেহও উদ্ধার হয়েছে। আরেক মাওবাদীকে গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন পুলিস অফিসার। সোমবার মাওবাদী অধ্যুষিত বস্তার, কাঙ্কের,সুকমা, বিজাপুর, দান্তেওয়াড়া সহ ১৮টি আসনে বিধানসভা ভোট। বাকি ৭২টি আসনের জন্য আগামী ২০ তারিখ দ্বিতীয় ও শেষ দফার ভোট।