‌বিশ্ব কুস্তি র‌্যাঙ্কিং–এ ৬৫ কেজি বিভাগে শীর্ষস্থানে বজরঙ্গ পুনিয়া


ইউনাইডেট ওয়র্ল্ড রেস‌লিং বা ইউডব্লুডব্লু র‌্যাঙ্কিং–এর পুরুষদের ৬৫কেজি ফ্রিস্টাইল বিভাগে একনম্বর হলেন ভারতীয় কুস্তিগির বজরঙ্গ পুনিয়া। কুস্তির শীর্ষস্থানে এই প্রথম বসলেন কোনও ভারতীয়। ২৪ বছরের বজরঙ্গের ঝুলিতে রয়েছে ৯৬ পয়েন্ট। এই মরশুমে পাঁচটি পদক পেয়েছেন তিনি। তার মধ্যে আছে কমনওয়েল্থ গেমস্‌, এশিয়ান গেমস্‌–এ সোনা এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপোর পদক। বুডাপেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে বজরঙ্গই একমাত্র ভারতীয় কুস্তিগির যিনি পদ পেয়েছেন। বজরঙ্গের অনেক পিছনে ৬৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে  আছেন কিউবার কুস্তিগির অ্যালসান্ড্রো এনরিক ভ্লাদেস তোবিয়ার। বুডাপেস্টেই সেমিফাইনালে তোবিয়ারকে হারিয়েছিলেন বজরঙ্গ। ৬২ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে আছেন রুশ কুস্তিগির আখমেদ শাকায়েভ। একনম্বর হওয়ার পর বজরঙ্গ বলেছেন, এর অর্থ কুস্তিতে ভারত ক্রমেই এগোচ্ছে। তবে অলিম্পিক্সে দেশের হয়ে সোনা জিতলেই তিনি সব থেকে খুশি হবেন।