রবিবার ফের কমল পেট্রোল-ডিজেলের দাম


নয়াদিল্লিঃ ক্রমশ কমছে জ্বালানি তেলের দাম। এক সপ্তাহে বেশ কিছুটা কমেছে পেট্রোল-ডিজেলের দাম। রবিবারও দেশের সর্বত্র কমল জ্বালানি তেলের দাম।  রবিবার নয়াদিল্লিতে পেট্রোলের দাম কমেছে লিটার প্রতি ১৭ পয়সা। রাজধানীতে এ দিন লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে ৭৭.৮৯ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি ১২ পয়সা কমে হয়েছে ৭২.৪৬ টাকা। জ্বালানির দাম করেছে বাণিজ্যনগরী মুম্বইয়েও। রবিবার লিটার প্রতি ১৭ পয়সা কমে পেট্রোলের দাম হয়েছে ৮৩.৪০ টাকা। মুম্বইয়ে ডিজেলের দাম  ১৩ পয়সা কমে হয়েছে লিটার প্রতি ৭৫.৯২ টাকা। কলকাতাতেও একইভাবে কমেছে জ্বালানি তেলের দাম। রবিবার লিটার প্রতি ১৭ পয়সা করে কমে পেট্রোলের দাম হয়েছে ৭৯.৮১ টাকা। ডিজেলের  লিটার প্রতি ১২ পয়সা করে কমে হয়েছে লিটার প্রতি ৭৪.৩২ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের দাম কমেছে লিটার প্রতি ১৮ পয়সা। দক্ষিণের এই শহরে পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি ৮০.৯০ টাকা। ডিজেলের দাম লিটার প্রতি কমেছে ১৩ পয়সা। এ দিন চেন্নাইয়ে ডিজেলের দাম হয়েছে ৭৬.৫৯ টাকা। গত ১৮ দিনে পেট্রলের দাম কমেছে লিটার প্রতি ৪ টাকা। আর ডিজেলের দাম কমেছে প্রতি লিটারে ২.৩৩ টাকা।