পশ্চিমবঙ্গ সার্কেলে প্রচুর নিয়োগ ভারতীয় ডাক বিভাগে


কলকাতা: পশ্চিমবঙ্গ সার্কেলে অনেকগুলি শূন্য পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় ডাক বিভাগ৷ পোস্টম্যান এবং মেইলগার্ড এই দুটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বার করেছে কেন্দ্র অধীনস্থ সংস্থাটি৷ ১৮ থেকে ২৭ বছরের মধ্যে (২৪ নভেম্বর ২০১৮ হিসেবে) যে কেউ আবেদন করতে পারেন৷ ST, SC ক্যাটাগরির পার্থীদের জন্য ৫ বছর এবং OBC-দের জন্য ৩ বছর অবধি বয়সসীমায় ছাড় রয়েছে৷ এক্স-সার্ভিসম্যানদের জন্যও বয়সসীমায় নির্ধারিত ছাড় রয়েছে৷

পোস্টম্যান এবং মেইলগার্ড পোস্টের জন্য নেওয়া পরীক্ষায় বসতে গেলে আবেদনকারীকে কম করে দ্বাদশ শ্রেণী পাশ করে থাকতে হবে৷ আবেদনকারীকে সেই রাজ্যের ভাষা জানতেই হবে(পশ্চিমবঙ্গের জন্য বাংলা ও নেপালি জানা বাধ্যতামূলক)৷

ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে মোট ২৬৬টি শূন্য পদ রয়েছে৷ এই পোস্টগুলির জন্য বেতনক্রম যথাক্রমে ২১,৭০০ থেকে ৩৬,১০০টাকা৷

কিভাবে আবেদন করবেন?
ভারতীয় ডাক বিভাগের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট www.westbengalpost.gov.in থেকে আবেদন করা যাবে৷ ২৪ নভেম্বর ২০১৮ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরীপ্রার্থীরা৷ সাধারণ এবং ওবিসি চাকরিপ্রার্থীদের পরীক্ষার ফি বাবদ ৪০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে৷ ST, SC এবং মহিলাদের পরীক্ষার ফি বাবদ কোন টাকা দিতে হবে না৷ তাদের শুধুমাত্র ১০০ টাকা রেজিস্ট্রেশন ফি দিতে হবে৷

২৬৬টি পোস্টে নিয়োগের জন্য একটি অনলাইন পরীক্ষা নেবে ভারতীয় ডাকবিভাগ৷ পরীক্ষাটির ১০০ নম্বরের হবে, সাধারণ জ্ঞান(২৫ নং) গণিত(২৫ নং) ইংরাজী(২৫ নং) স্থানীয় ভাষা(২৫) এই বিষয়গুলির উপর৷ পরীক্ষার জন্য মোট ১২০ মিনিট সময় দেওয়া হয়েছে৷ যদিও কবে এই পরীক্ষা নেওয়া হবে সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি৷

আবেদন করবেন এই লিঙ্কে: http://www.westbengalpost.gov.in