ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে চাপা দেওয়ায় ১৮ মাসের জেল UK পুলিশের


লন্ডন: ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে চাপা দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন লন্ডনের এক পুলিশ অফিসার৷ তাঁর ১৮ মাসের কারাদণ্ডের সাজা শোনালো UK কোর্ট৷ এই পুলিশ অফিসারের বেপরোয়া গাড়ি সেদিন প্রাণ কেড়ে নেয় এক ভারতীয় বংশোদ্ভূত দোকানদারের৷

বলভিন্দর সিং মারা যান ২০১৬ সালে৷ ওই পুলিশকর্মীর গাড়ি তাঁর ভ্যানকে মুখোমুখি ধাক্কা মারে৷ বলভিন্দর সেসময় তাঁর ভ্যানটি ড্রাইভ করছিলেন ওল্ভারহ্যাম্পটনে৷ অপরদিক থেকে প্রচণ্ড গতিবেগে এগিয়ে আসা স্ট্যাফোর্ডশায়ারের পুলিশ অফিসার জনসন ব্যানিস্টারের গাড়ি ধাক্কা মারে তাঁকে৷ সেসময় জনসন ডিউটিরত ছিলেন না৷

৫৯ বছরের বলভিন্দরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু ২০১৬ এর ডিসেম্বরে তিনি মারা যান৷ এই বছরের সেপ্টেম্বরে সেই কেসেরই শুনানি ছিল৷ শুক্রবার রায় ঘোষণা হয় কেসের৷ বার্মিংহ্যাম ক্রাউন কোর্ট জনসন ব্যানিস্টারকে ডেঞ্জারাস কার ড্রাইভিং এর অপরাধে ১৮ মাসের কারাবাসের সাজা দেয়৷

৪৫ বছরের ওই পুলিশ অফিসারের ওই দুর্ঘটনায় গুরুতর জখম হননি৷ কিছু সামান্য চোট আঘাত ছিল৷ ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ এই রিপোর্ট জমা দেয়৷ এছাড়াও তিন বছরের জন্য জনসনের গাড়ি চালানোর উপর তিন বছরের নিষেধাজ্ঞা জাড়ি করা হয়েছে৷ তারপর আবার তাঁর ড্রাইভিং টেস্ট দিয়ে পাস করলে তবেই গাড়ি চালানোর অনুমতি দেওয়া হবে বলে জানা গিয়েছে৷ জনসনকে স্ট্যাফোর্ডশায়ার পুলিশ থেকে তাকে সাসপেন্ডও করা হয়েছে৷