মিশেলের পরে দুবাই থেকে ফেরানো হল রাজীব সাক্সেনাকে


আরব আমিরশাহি থেকে ভারতে ফেরত পাঠানো হল অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিাইপি চপার কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত রাজীব সাক্সেনাকে। বুধবার এই খবর প্রকাশ করেছে পিটিআই।

এদিকে রাজীব সাক্সেনার আইনজীবী গীতা লুথরা এবং প্রতীক যাদব সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, তাঁদের মক্কেলকে অবৈধ প্রক্রিয়ায় ভারতে প্রত্যাবর্তন করানো হয়েছে। বিবৃতির মাধ্যমে তাঁরা দাবি করেছেন, 'বুধবার সকাল ৯-৩০ মিনিটে তাঁর বাসভবন থেকে রাজীব সাক্সেনাকে তুলে নিয়ে যায় আরব আমিরশাহির নিরাপত্তা বাহিনী। তারপর স্থানীয় সময় বিকেল ৫-৩০ মিনিটে তাঁকে অবৈধ উপায়ে ভারতে পাঠানো হয়।'

তাঁরা আরও জানিয়েছেন, 'আরব আমিরশাহিতে কোনও রকম প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়নি এবং তাঁকে নিজের পরিবার ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। নিয়মিত খাওয়ার জরুরি ওষুধও দেওয়া হয়নি। তাঁকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের একটি বেসরকারি টার্মিনাল থেকে বেসরকারি জেটে চাপিয়ে ভারতে পাঠানো হয়।'

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে দুবাই থেকে ফিরিয়ে আনা হয় ৩৬,০০০ কোটি টাকার অগাস্টা ওয়েস্টল্যান্ড ভিভিআইপি চপার দুর্নীতি মামলায় অভিযুক্ত ব্রিটিশ নাগরিক ক্রিশ্চিয়ান মিশেলকে। বর্তমানে তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে আদালতে মামলার শুনানি চলছে। অভিযোগ, ২০০৭ সালে উচ্চমূল্যের ১২টি চপার কেনার সময় বিভিন্ন খাতে ঘুষ দেওয়া-নেওয়ার ব্যাপারে তিনি জড়িত ছিলেন।