মিড ডে মিলের খিচুড়িতে সাপ, আতঙ্কে পড়ুয়ারা


মিড ডে মিলের খিচুড়িতে পাওয়া গেল সাপ। এমনই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নানদেদ জেলার সরকারি প্রাথমিক স্কুলে।

বুধবার গর্গাবান জেলা পরিষদ প্রাথমিক স্কুলের প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৮০ জন পড়ুয়াকে মিড মিলে খিচুড়ি দেওয়া হয়। স্কুলের কর্মী যখন খিচুড়ি পরিবেশন করতে শুরু করে, তখনই বড়পাত্রে রাখা খিচুড়িতে মৃত সাপ দেখতে পান তিনি। ঘটনার কথা স্বীকার করে নানদেদ জেলার শিক্ষা আধিকারিক প্রশান্ত দিগারসকার জানান, পাত্রের মধ্যে সাপ দেখতে পাওয়ার পরই খিচুড়ি দেওয়া বন্ধ করে দেওয়া হয়। অধিকাংশ পড়ুয়ারাই ওইদিন না খেয়ে ছিল। তিনি বলেন, '‌আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি এবং নমুনা সংগ্রহের জন্য নির্দেশ দিয়েছি। তদন্ত কমিটি গঠন করে এই ঘটনাটি খতিয়ে দেখা হবে। রিপোর্ট পাওয়ার পরই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।'
জানা গিয়েছে, স্কুলের পক্ষ থেকে একটি বেসরকারি সংস্থাকে এই খিচুড়ি তৈরির বরাত দেওয়া হয়েছিল। ওই সংস্থার কর্মীদেরকেও জিজ্ঞাসাবাদ করবে তদন্ত কমিটি। ১৯৯৬ সাল থেকে প্রত্যেকটি সরকারি স্কুলে মিড ডে মিলে খিচুড়ি দেওয়া হয়। কারণ খিচুড়িতে সব রকমের পুষ্টি রয়েছে যা শিশুদের দরকার। দেশের ১.‌২৫ কোটি পড়ুয়াকে মিড ডে মিলে খিচুড়ি দেওয়া হয়।