জিএসটি থেকে রাফায়েল চুক্তি, রাষ্ট্রপতির ভাষণে শুধুই মোদীর স্তুতি


নয়াদিল্লি: সংসদে শুরু হল বাজেট অধিবেশন৷ তার আগে সংসদের উভয় কক্ষে প্রথামতো রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বক্তব্য রাখলেন৷ রাষ্ট্রপতি তাঁর ভাষণে এনডিএ সরকারের পাঁচ বছরের নানা সমাজকল্যাণমূলক কাজের খতিয়ান তুলে ধরেন৷ ছুঁয়ে যান রাফায়েল চুক্তি, নোটবন্দি, জিএসটি, নাগরিকত্ব সংশোধনী বিল, তিন তালাকের মতো বিতর্কিত বিষয়গুলি৷

একনজরে রাষ্ট্রপতির ভাষণ
 
রাফায়েল চুক্তি: সামরিক ক্ষেত্রে গাফিলতি করলে দেশের ক্ষতি। গত বছর প্রতিরক্ষার নতুন সরঞ্জাম কেনায় সেনাবাহিনীর মনোবল বেড়েছে। কয়েক দশক বাদে বায়ুসেনা
অত্যাধুনিক রাফায়েল বিমান ব্যবহার করতে চলেছে। কয়েক মাসের মধ্যে ওই বিমান আসবে।

মেক ইন ইন্ডিয়া: ভারত হল বিশ্বের দ্বিতীয় মোবাইল উৎপাদনশীল দেশ৷ 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পে ভারত এই শিরোপা অর্জন করেছে৷

তিন তালাক: মুসলিম মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্য সরকার তিন তালাক বিল আনে এবং সেটিকে পাশ করায়৷ তারা যাতে আর পাঁচজন মহিলার মতো ভয়ভীতি মুক্ত হয়ে জীবন কাটায় সেই জন্যই এই তিন তালাক বিল৷

আর্থিকভাবে দূর্বল উচ্চবর্ণের জন্য সংরক্ষণ: আর্থিকভাবে দূর্বলদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে অ্যাখ্যা দেন রাষ্ট্রপতি৷ জানান, দারিদ্র্যের কারণে অধিকার থেকে বঞ্চিত হওয়া উচ্চবর্ণের সন্তানরা এবার সুবিচার পেল৷

স্বচ্ছভারত অভিযান ও সৌভাগ্য স্কিম: স্বচ্ছভারত অভিযানের সরকার নয় কোটি শৌচালয় তৈরি করেছে৷ সৌভাগ্য স্কিমের আওতায় দেশের দু'কোটি বাড়িতে বিদ্যুত পৌঁছে গিয়েছে৷ প্রধানমন্ত্রী বিমা সুরক্ষা প্রকল্পে ২১ কোটি মানুষ বিমা করিয়েছেন৷

জন-ধন-যোজনা ও উজ্জলা স্কিম: এই যোজনার আওতায় দেশের ৩৪ কোটি মানুষের ব্যাংক অ্যাকাউন্ট হয়েছে৷ সমীক্ষা বলছে ৫৫ শতাংশ ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে ২০১৪-২০১৭ সালের মধ্যে৷ উজ্জ্বলা স্কিমের আওতায় ছ'কোটি বাড়িতে গ্যাসের সংযোগ দেওয়া হয়েছে৷

কালো টাকা ও দুর্নীতি: কালো টাকা ও দুর্নীতি রোধে সরকার যথেষ্ট সচেষ্ট৷ সেই জন্য নোটবন্দির সিদ্ধান্ত৷ এতে অর্থনীতিতে স্থায়িত্ব এসেছে৷ ২৬ হাজার ভুঁইফোঁড় বেআইনি অর্থলগ্নি সংস্থা বন্ধ হয়েছে৷ দেশের ৬.৮ কোটি মানুষ ইনকাম ট্যাক্স দেন৷

কৃষির সহায়ক মূল্য: কৃষকদের রোজগার দ্বিগুণ করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ অনেক ফসলের সহায়ক মূল্য বাড়ানো হয়েছে৷ তারা যাতে কৃষিক জন্য প্রয়োজনীয় বীজ ও যন্ত্রপাতি সহজে কিনতে পারেন সেই চেষ্টা চালাচ্ছে সরকার৷

নাগরিকত্ব বিল: পরিস্থিতির চাপে পড়ে যারা ভারতের অনুপ্রবেশ করতে বাধ্য হয়েছেন তাদের জন্য এই নাগরিকত্ব সংশোধনী বিল৷ কারণ ভারতে ঢোকা ছাড়া তাদের কাছে অন্য কোনও বিকল্প রাস্তা খোলা ছিল না৷ সেই সব মানুষদের জন্যই এই বিল নিয়ে আসা হচ্ছে যাতে তারা এই দেশের নাগরিক হিসাবে নিবিঘ্নে জীবন কাটাতে পারেন৷