মৃতদের পরিবারের জন্য ৩ কোটি ক্ষতিপূরণ, ঘোষণা পঞ্জাব সরকারের

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং
     
অমৃতসর : অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য মোট ৩ কোটি টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করল পঞ্জাব সরকার। আজ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং দুর্ঘটনায় আহদের দেখতে গুরু নানক দেব সরকারি হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

সেখানে তিনি মৃতদের পরিবারের জন্য মোট ৩ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি বলেন, "৩ কোটি টাকা ক্ষতিপূরণের ব্যাপারে আমি অমৃতসরের DC-কে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছি।"

মুখ্যমন্ত্রী বলেন, "আমরা পুলিশ কমিশনারের অধীনে ম্যাজিট্রেট পর্যায়ে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছি। চার সপ্তাহের মধ্যে এবিষয়ে উনি আমাদের রিপোর্ট জমা দেবেন। পাশাপাশি, যত তাড়াতাড়ি সম্ভব মৃতদেহগুলির ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। বেশিরভাগ মৃতদেহ শনাক্ত করা হয়েছে। তবে ৯টি মৃতদেহের পরিচয় এখনও জানা যায়নি।"

মুখ্যমন্ত্রী আরও বলেন, "দুর্ঘটনাটি ঘটা মাত্রই প্রশাসন উদ্ধারকাজ শুরু করে দেয়। যত তাড়াতাড়ি সম্ভব বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থানে পৌঁছায়। রাজ্য মন্ত্রিসভার সবাই এখন ঘটনাস্থানে রয়েছেন।"