#Amritsar: নিহতদের পরিবার প্রতি ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা মোদীর


নয়াদিল্লি: দসেরার সন্ধ্যায় অমৃতসরের ট্রেন দুর্ঘটনায় মানুষের মৃত্যু এক ধাক্কায় সমগ্র পরিস্থিতি বদলে দিয়েছে৷ মৃত্যুপুরী অমৃতসরে এখন শুধুই হাহাকার আর দীর্ঘশ্বাস৷ দুঃস্বপ্ন নয়তো? নাহ্, অশুভ শক্তির বিনাশের দৃশ্যের সাক্ষী থাকতে গিয়ে এভাবে প্রাণ বলি যাবে তা বোধ হয় কেউ কল্পনাও করতে পারেনি৷

আতসবাজির শব্দে-আলোর ঝলকানিতে তখন অন্য আমেজে-আবহে সকলে রেললাইনের ওপরে দাঁড়িয়ে৷ আর সেসময়ই ট্রেন পিষে দিয়ে চলে গেল৷

চতুর্দিকে রক্ত আর স্বজন হারানোর কান্না৷ তার মধ্যেই চলছে উদ্ধারকাজ৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া৷ দোষারোপের পর্ব৷ তদন্তে প্রতিশ্রুতি৷ শোকজ্ঞাপন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন৷ এবং পাশাপাশি আহতদের জন্য ৫০,০০০টাকার ক্ষতিপূরণ৷

কিন্তু বছরের পর বছর রেললাইনের ওপর দাঁড়িয়ে রাবণের পুতুল পোড়ানো দেখার অনুমতি কি করে পেল তারা? কি করেইবা সেসময় ট্রেন যেতে পারল সেই সময়ে? কে দায় নেবে এত মৃত্যুর? একের পর এক প্রশ্ন উঠছে? পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং শুক্রবারের এই ভয়াবহ দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেন৷ পাশাপাশি শনিবার একদিনের জন্য ছুটির ঘোষণা করেন তিনি৷ স্থগিত রাখেন তাঁর ইজরায়েল সফর৷

উল্লেখ্য, অমৃতসর এবং মানয়ালের মাঝে ২৭ নম্বর গেটের কাছে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে রেলের তরফে। দশেরা অনুষ্ঠান চলাকালীন ভিড়ে ঠাসা মানুষদের উপরে দিয়ে একটি ডিএমইউ ট্রেন চলে যায়। ট্রেনের নম্বর ৭৪৯৪৩। এমনই জানিয়েছেন নর্দান রেলের সিপিআরও।