গার্ড থেকে চালক, মাতৃভূমির দায়িত্ব মহিলাদের হাতে

কলকাতা : দুর্গাপুজোর আগে নারী শক্তি বৃদ্ধি পূর্ব রেলে। শিয়ালদা মাতৃভূমি স্পেশাল ট্রেনে চালক থেকে নিরাপত্তাকর্মী সবই এবার থেকে মহিলা দ্বারা পরিচালিত হবে। গতকাল পূর্বরেল শাখায় মাতৃভূমি স্পেশাল লোকাল ট্রেন চালান সৌমিতা রায়। গার্ড হিসেবে কাজে যোগ দেন সবিতা সাউ।

শিবানী মজুমদার অ্যাসিস্ট্যান্ট সাব ইনসপেক্টরের (RPF) সঙ্গে আরও ৭জন মহিলাকে নিয়ে গঠিত হবে প্রমীলা বাহিনী। এর আগে পূর্বরেলে মহিলা চালক পদে যোগ দিয়েছেন মৌমিতা অধিকারী, পিঙ্কি সিং, সুরুচি কুমার, বীণা টোপা, পুজা কুমারি সহ আরও কয়েকজন। তবে পূর্ব রেলে, মাতৃভূমি লেডিজ় স্পেশাল ট্রেনে প্রমীলা বাহিনী এই প্রথম। 

মহিলাদের হাতে মাতৃভূমির দায়িত্ব তুলে দেওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে পূর্ব রেল। কর্তৃপক্ষের আশা, এই পদক্ষেপ মেয়েদের আরও উৎসাহিত করবে ও সাহস জোগাবে।