পুরুষদের নির্বীজকরণের মামলায় জামিন রাম রহিমের


পাঁচকুলার বিশেষ সিবিআই আদালত থেকে জামিন পেলেন গুরু রামরহিম সিং। পুরুষভক্তদের বন্ধ্যাত্বকরণের মামলায় তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। তবে সাময়িক স্বস্তি পেলেও শাস্তি ভোগ করতেই হবে রামরহিমকে।

পুরুষদের বন্ধ্যাত্বকরণ ছাড়াও রামরহিমের বিরুদ্ধে রয়েছে ধর্ষণের অভিযোগ। সেই মামলায় কুড়ি বছরের কারাদণ্ড পেয়েছে রাম রহিম। উল্লেখ্য, ২৩ অগাস্ট ধর্ষণে দোষীসাব্যস্ত রামরহিমকে জামিন দেয়নি সিবিআইয়ের বিশেষ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট , সেই রায়কে চ্যালেঞ্জ করে সিবিআইয়ের বিশেষ বিচারক জগদীপ সিং এর কাছে আবেদন জানান রামরহিম। এর আগে, ধর্ষণের পাশাপাশিই রাম রহিমের বিরুদ্ধে ৪০০ অনুগামীর নির্বীজকরণের অভিযোগ উঠেছিল। তার প্রেক্ষিতেই এই রায় জানায় আদালত।

রাম রহিমের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছিলেন হংসরাজ চৌহান। ঘটনা ঘিরে পুলিশি তদন্তে উঠে আসে একাধিক চাঞ্চল্যকর তথ্য। তবে একটি মামলায় সাময়িক স্বস্তি পেলেও, ধর্ষণের মামলায় রামরহিমের শাস্তি এখনও হহাল রয়েছে।