নিখোঁজ ইন্টারপোলের প্রধান


লিঁও (ফ্রান্স) : ইন্টারপোলের প্রধান মেং হংওয়েই নিখোঁজ হয়েছেন। প্রায় এক সপ্তাহ ধরে পরিবারের সদস্যরা তাঁর কোনো খোঁজ পাচ্ছেন না। এনিয়ে তদন্ত শুরু করেছে ফ্রান্স।

সূত্রের খবর, ২৫ সেপ্টেম্বর ফ্রান্সের লিঁও শহরে ইন্টারপোলের সদর দপ্তর থেকে বের হয়ে চিনের উদ্দেশে রওনা দিয়েছিলেন মেং। মেং-এর স্ত্রী অবশ্য পুলিশের কাছে দাবি করেছেন, ২৯ সেপ্টেম্বরের পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। ৬৪ বছর বয়সী মেং চীনের কমিউনিস্ট পার্টির নেতা। মেং এর আগে চিনের জননিরাপত্তাবিষয়ক বিভাগের উপমন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি।

প্রাথমিক তদন্তের পর ফরাসি কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, ফ্রান্সে নিখোঁজ হননি মেং। ইন্টারপোলের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "ফ্রান্স ও চিন—উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয় এটি।"