ওয়েস্ট ইন্ডিজ শেষ ১৮১ রানে, ফলো অন করাল বিরাটের ভারত


কিমো পলকে ফিরিয়ে গর্জন উমেশ যাদবের। রাজকোটে, শনিবার।


দুশোও হল না। শনিবার রাজকোটে ১৮১ রানে শেষ হল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। প্রথম টেস্টের তৃতীয় দিন সকালের সেশনে কুড়ি ওভারের মধ্যেই শেষ চার উইকেট হারাল ক্যারিবিয়ানরা।

প্রথম ইনিংসে নয় উইকেটে ৬৪৯ রানে ডিক্লেয়ার করেছিল ভারত। জবাবে দ্বিতীয় দিনের শেষে ধুঁকতে ধুঁকতে ছয় উইকেটে ৯৪ তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এদিন বাকি চার উইকেট গেল ৮৭ রানের মধ্যে।

ক্যারিবিয়ান ইনিংসে ত্রাস হয়ে উঠলেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। সকালে তিনিই নিলেন চার উইকেট। তাঁর ক্যারম বলে এল দুই উইকেট। ইংল্যান্ডে তেমন সাফল্য পাননি। শেষ টেস্টের দলে ছিলেনও না। ঘরের মাঠে বল হাতে ফের বিপজ্জনক দেখাল তাঁকে।

সকালের অন্য উইকেটটি উমেশ যাদবের। রোস্টন চেস ও কিমো পল সপ্তম উইকেটে ৭৩ রান যোগ করে পালটা লড়াই জারি রেখেছিলেন। কিন্তু, উমেশের বাউন্সারে কিমো পল (৪৭) ফিরতেই ভাঙন শুরু। আর কোনও জুটি হয়নি। কয়েক ওভার পরে অশ্বিন বোল্ড করলেন রোস্টন চেসকে (৫৩)। তারপর শরমন লুইস (০) বোল্ড হলেন। আর শ্যানন গ্র্যাব্রিয়েল (১) হলেন স্টাম্পড।

৪৬৮ রানে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজকে ফলো-অন  করাল বিরাট কোহালির ভারত। যা পরিস্থিতি, তাতে রবিবার পর্যন্ত ম্যাচ গড়াবে কিনা সংশয়ে ক্রিকেটমহল।