জনপ্রিয়তার শিখরে পৌঁছলো Asus ZenFone Max Pro M1

এপ্রিল মাসে ভারতে ZenFone Max Pro M1 লঞ্চ করেছিল Asus। লঞ্চের ছয় মাসের মধ্যেই কোম্পানি জানিয়েছে 10 লক্ষ ZenFone Max Pro M1 বিক্রি হয়েছে। ZenFone Max Pro M1 ফোনের অন্যতম প্রধান আকর্ষন 18:9 FHD+ ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি আর Snapdragon 636 চিপসেট। এই ফোনের দাম শুরু হচ্ছে 10,999 টাকা থেকে। ভারতে 3GB/4GB/6GB RAM ভেরয়েন্টে পাওয়া যায় ZenFone Max Pro M1। জনপ্রিয় Redmi Note 5 Pro ফোনের প্রধান প্রতিযোগী এই ফোন।

ভারতে 3GB RAM+32GB স্টোরেজ ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 এর দাম 10,999 টাকা। 4GB RAM+64GB স্টোরেজ কিনতে খরচ হবে 12,999 টাকা। এছাড়াও 6GB RAM+64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14,999 টাকা। শুধুমাত্র Flipkart থেকে কেনা যায় Asus ZenFone Max Pro M1।

Asus ZenFone Max Pro M1 স্পেসিফিকেশান
Asus Zenfone Max Pro 1 তে রয়েছে একটি 5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও 18:9। এছাড়াও এই ফোনে থাকছে Snapdragon 636 চিপসেট। Redmi Note 5 Pro তে একই চিপসেট ব্যবহার করা হয়েছে। 3GB/4GB /6GB RAM ভেরিয়েন্টের ZenFone Max Pro M1 পাওয়া যাবে। এছাড়াও থাকছে স্টক Android 8.1 Oreo। Asus Zenfone Max Pro 1 এর ভিতরে থাকবে একটি বিশাল 5000 mAh ব্যাটারি।

Asus Zenfone Max Pro 1 এর সব ভেরিয়েন্টেই microSD কার্ড স্লট রয়েছে। এছাড়াও আছে ডুয়াল সিম, 4G VoLTE, Wi-Fi, Bluetooth 5 আর GPS। AsusZenFone Max Pro M1 এর 3GB/4GB RAM ভেরিয়েন্টে 13MP+5MP ডুয়াল ক্যামেরা আর 8MP sসেলফি ক্যামেরা ব্যবহার হয়েছে। কিন্তু 6GB RAM< ভেরিয়েন্টে 16MP ও 5MP ডুয়াল রিয়ার ক্যামেরা ও 16MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। Asus Zenfone Max Pro 1 এ আছে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।