নৃশংস! আনন্দ পেতে গরম পিচ ঢেলে দিল দুই বাচ্চা কুকুরের গায়ে


একটি কুকুরের বয়স আনুমানিক দু'বছর। অন্যটির বড়জোর মাস পাঁচেক হবে। বেহালা শীলপাড়ার রাস্তায় তাদের অবাধ যাতায়াত। মঙ্গলবার রাতে ওই দু'টি কুকুরের গায়েই কেউ পিচ ঢেলে 'আনন্দ' পেয়েছেন বলে অভিযোগ। পাঁচ মাসের কুকুরের শরীরের ডান কানে পিচের আস্তরণ পড়ে যায়। দু'বছরের কুকুরের শরীরের পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ওই দৃশ্য দেখে জখম দুই কুকুরের ছবি একটি পশুপ্রেমী সংগঠনের ফেসবুক পেজে পোস্ট করেন স্থানীয় কয়েক জন যুবক। এর পরেই ওই সংগঠনের সদস্য দময়ন্তী সেন বুধবার বিকেলে শীলপাড়ায় যান। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় দু'টি কুকুরের শরীর থেকে পিচের আস্তরণ তুলতে সমর্থন হন তিনি।

স্থানীয় সূত্রের খবর, শীলপাড়ায় এখন রাস্তা তৈরির কাজ চলছে। সেই সময়েই কেউ এই কাজ করেছেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের একাংশের দাবি, যে ভাবে দু'টি কুকুরের গায়ে পিচের আস্তরণ পড়েছিল, তাতে বোঝা যাচ্ছে ইচ্ছাকৃত ভাবেই এই কাজ করা হয়েছে। আর এখানেই স্তম্ভিত হয়ে যাচ্ছেন বাসিন্দারা। এক বাসিন্দার বক্তব্য, ''এতটা নৃশংস যে কেউ হতে পারে, ভাবাই যায় না! আমাদের শরীরে এক ফোঁটা গরম পিচ পড়লেই তো কাবু হয়ে যাব। আর এখানে তো দেখে মনে হচ্ছে, মগ ভর্তি পিচ ছোড়া হয়েছে কুকুর দু'টির গায়ে।''

দময়ন্তীর কথায়, ''শহরে প্রায়ই রাস্তা তৈরির কাজ হয়।কাউকে এ ধরনের কাজ করতে দেখলে তৎক্ষণাৎ প্রতিবাদ করা উচিত। আমরা সচেতন হলে তবেই এ ধরনের ঘটনা রোধ করা সম্ভব হবে।''