যে দেশগুলিতে হোমোসেক্স অপরাধ নয়, যুক্ত হচ্ছে ভারতও! তালিকা বাড়ছে...


তবে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে বিশ্বের যে ২৬টি দেশে সমকাম বৈধ, সেই দেশগুলির সঙ্গে যোগ হল ভারতও৷


নয়াদিল্লি: বিশ্বের সব দেশে কিন্ত‌ু আইন বৈধতা পায়নি সমকাম৷ তাই শুধু ভারতের ক্ষেত্রেই ব্যাতিক্রম, এমন ভাবার কোনও কারণ নেই৷ তবে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে বিশ্বের যে ২৬টি দেশে সমকাম বৈধ, সেই দেশগুলির সঙ্গে যোগ হল ভারতও৷

সেই ২৬টি দেশ হল, নেদারল্যান্ডস (২০০০), বেলজিয়াম (২০০৩), স্পেন (২০০৫), কানাডা (২০০৫), দক্ষিণ আফ্রিকা (২০০৬), নরওয়ে (২০০৮), সুইডেন (২০০৯), মেক্সিকো (২০০৯), আইসল্যান্ড (২০১০), আর্জেন্টিনা (২০১০), পর্তুগাল (২০১০), উরুগুয়ে (২০১৩), ডেনমার্ক (২০১২), ব্রাজিল (২০১৩), ইংল্যান্ড (২০১৩), নিউ জিল্যান্ড (২০১৩), ফ্রান্স (২০১৩), লুক্সেমবার্গ (২০১৪), স্কটল্যান্ড (২০১৪), গ্রিনল্যান্ড (২০১৫), আয়ারল্যান্ড (২০১৫), মার্কিন যুক্তরাষ্ট্র (২০১৫), ফিনল্যান্ড (২০১৫), কলম্বিয়া (২০১৬), অস্ট্রেলিয়া (২০১৭), মালটা (২০১৭) ও জার্মানি (২০১৭)৷

ভারতীয় দন্ডবিধির ৩৭৭ ধারা অনুযাইয়ী সমকামিতা বা দুটি সমকামী মানুষের মধ্যে যৌন সম্পর্ক আইনসম্মত ছিল না। এমনকী ১০ বছরের কারাদন্ডও হতে পারত ।