জোড়া বিস্ফোরণে রক্তাক্ত কাবুল


কাবুল: আফগানিস্তানের রাজধানীতেই জোড়া বিস্ফোরণ৷ বুধবার সন্ধ্যায় কাবুলে পর পর ২টি বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত৷, আহত প্রায় ৬৫৷ কাবুলের কালা-এ-নজির এলাকায় বিস্ফোরণ হয়৷ প্রথমটি আত্মঘাতী,দ্বিতীয়টি গাড়ি বোমা বিস্ফোরণ৷ সন্ধে ৬টা নাগাদ বিস্ফোরণ হয় বলে আফগান প্রশাসন সূত্রে খবর৷

কালা-এ-নজরের মোয়ালেম রেশলিং ক্লাবের সামনে আত্মঘাতী বিস্ফোরণ হয়৷ ঘটনাস্থলে ৪ জন নিহত হয়৷ ক্লাবের ভিতরেও বোমা মজুত ছিল বলে জানা যাচ্ছে৷ তার ঠিক এক ঘণ্টা পর কিছু দূরে গাড়ি বোমা বিস্ফোরণ হয়৷ যেখানে মৃত্যু হয় ১৬ জনের, আহত ৬৫৷ দ্বিতীয় বিস্ফোরণটিতে আফগানিস্তানের টোলো সংবাদমাধ্যমের ২ সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে৷ প্রথম বিস্ফোরণের খবর করছিলেন সাংবাদিক সামিম ফারামার্জ ও চিত্র সাংবাদিক রামিজ আহমাদি৷ দ্বিতীয় বিস্ফোরণ ২ জনেই প্রাণ হারান৷

আফগান প্রেসিডেন্টিয়াল প্যালেস বিস্ফোরণের তীব্র নিন্দা করে৷ একে 'মানবিকতার বিরুদ্ধে অপরাধ'বলে ট্যুইট করেছেন প্রাক্তন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই৷ দেখেশুনে এবার খেলোয়ারদের তাক করেছে জঙ্গিরা৷ তাই রেশলিং ক্লাবের ভিতরে ও বাইরে বিস্ফোরণ ঘটানো হয়৷ এখনও বিস্ফোরণের দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি৷ পর পর বিস্ফোরণের ঘটনায় আফগানিস্তানে কয়েক মাসে ৮ সাংবাদিকের মৃত্যু হয়েছে৷