বারাকপুর বিএনবসু মহকুমা হাসপাতালে উদ্বোধন হল শীততাপ নিয়ন্ত্রিত বার্ন ইউনিট


বারাকপুর: এবার শীততাপ নিয়ন্ত্রিত নতুন বার্ন ইউনিট চালু হল উত্তর ২৪ পরগনার বারাকপুর বিএনবসু মহকুমা হাসপাতালে৷ অত্যাধুনিক এই বার্ন ইউনিটে প্রাথমিক ভাবে পাঁচটি বেড থাকছে৷ পাশাপাশি এই বার্ন ইউনিটের জন্য হাসপাতালে এসেছেন স্পেশালিস্ট চিকিৎসকের টিম৷

বুধবার দুপুরে বারাকপুর বি এন বসু মহকুমা হাসপাতালের নতুন এই বার্ন ইউনিটের উদ্বোধনে উপস্থিত ছিলেন বারাকপুরের মহকুমা শাসক আবুল কালাম আজাদ ইসলাম৷ উপস্থিত ছিলেন বারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্ত, বারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস সহ হাসপাতালের সুপার সুদীপ্ত ভট্টাচার্য৷

এদিন জানানো হয়েছে নতুন শীততাপ নিয়ন্ত্রিত এই বার্ন ইউনিটের জন্য খরচ হয়েছে দু'লক্ষ সাতাশ হাজার তিনশো তিপ্পান্ন টাকা। বারাকপূরের সাংসদ দীনেশ ত্রিবেদীর সাংসদ কোঠার তহবিল থেকে এই অত্যাধুনিক বার্ন ইউনিট তৈরির খরচ দেওয়া হয়েছে বলেও জানানো হয়। আগে হাসপাতালে আসা বার্ন পেসেন্টদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করতে হত৷

এবার অত্যাধুনিক এই বার্ন ইউনিট তৈরির জন্য রোগীদের ট্রান্সফার করার সংখ্যা অনেকটা কমবে বলে মনে করছেন স্থানীয় বিধায়ক শীলভদ্র দত্ত এবং হাসপাতালের সুপার সুদীপ্ত ভট্টাচার্য।