উত্তরপ্রদেশে শামির বাড়িতে হাসিনকে ঢুকতে দিল না পুলিশ


ভারতীয় পেসার মহম্মদ শামির উত্তরপ্রদেশের গ্রামের বাড়িতে রবিবার প্রবেশ করার চেষ্টা করেন তাঁর স্ত্রী হাসিন জাহান। কিন্তু সফল হননি। আমরোহা জেলার সহাসপুর গ্রামে শামির পৈতৃক বাড়ি। হাসিনের সঙ্গে সেখানে গিয়েছেন তাঁর কন্যা আইরা এবং আইনজীবী জাকির হুসেন।

শামির পৈতৃক বাড়ি যে থানার অধীন, সেই দাদোলি থানার পুলিশ আধিকারিক রাম সিংহ কাঠেরিয়া সংবাদসংস্থাকে জানিয়েছেন, আইনজীবী-সহ হাসিন তাঁদের কাছে হাজির হয়ে সহাসপুরে শামির গ্রামের বাড়িতে ঢোকার জন্য নিরাপত্তা চেয়েছিলেন। যা দেওয়া হয় হাসিনকে। কিন্তু শামির গ্রামের বাড়িতে পুলিশ-সহ হাজির হওয়ার পরে হাসিন দেখেন, সেই বাড়িতে কেউ নেই। বাড়ি তালাবন্ধ। পুলিশের দাবি, এর পরেই সেই বাড়ির সামনে গিয়ে তালা ভেঙে নাকি ভিতরে ঢুকতে চান হাসিন। যা মানেনি পুলিশ। রাম সিংহ বলেছেন, ''শামির পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। তাই তালা ভেঙে ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।''

শামির বাড়ির পাশেই থাকেন তাঁর কাকা মহম্মদ জামির। তিনি  জানিয়েছেন, আগাম খবর না দিয়েই সহাসপুর চলে এসেছিলেন হাসিন। তাঁর কথায়, ''শামির পরিবারের কেউ বাড়িতে নেই। বাড়িতে তালা দিয়ে সবাই চলে গিয়েছে। তাই চাইলে হাসিন আমাদের বাড়িতে থাকতে পারেন।''

হাসিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কিন্তু বলতে চাননি। জানান, পরে এ ব্যাপারে বিস্তারিত বলবেন। তবে তাঁর সঙ্গে যাওয়া আইনজীবী ফোনে বলেন, ''মামলার সাক্ষ্য ও কিছু কাগজপত্র জোগাড় করার জন্য এখানে এসেছিলাম। কিন্তু তা সংগ্রহ করা গেল না। শামির পরিবারের যে সব সদস্য সাক্ষ্য দিতে পারতেন, তাঁদের ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের পুলিশও যে সহযোগিতা করার কথা বলেছিল আসার আগে। তা পাওয়া গেল না।''