মোবাইলের মাধ্যমে যেকোনও রুটের অসংরক্ষিত টিকিট কাটবেন কিভাবে?


নয়াদিল্লি: এবার থেকে যেকোনও রুটের অসংরক্ষিত টিকিট মোবাইল ফোনের মাধ্যমে কাটতে পারবেন রেলযাত্রীরা। এতদিন শুধুমাত্র 'ইন্টার-জোনাল' ক্ষেত্রেই এই পরিষেবা পাওয়া যেত। অর্থাৎ শেষ মুহূর্তে কনফার্মড টিকিট না পেয়ে কেউ যদি শিয়ালদহ থেকে পুরী যাওয়ার জন্য অসংরক্ষিত আসনের টিকিট কাটতে চাইতেন, তাহলে তিনি মোবাইলের মাধ্যমে তা করতে পারতেন না। টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়েই তাঁকে তা করতে হতো। একটি রেলওয়ে জোন থেকে অন্য রেলওয়ে জোন পর্যন্ত যাওয়ার জন্য অসংরক্ষিত টিকিট কাটতে চাইলে এবার আর সাধারণ যাত্রীদের অযথা সেই লম্বা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না বলে ঘোষণা করেছে রেলমন্ত্রক। নয়া ব্যবস্থায় এবার যাত্রী সেই কাজটি করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে। আজ রেলবোর্ডের মেম্বার ট্র্যাফিক গিরিশ পিল্লাই বলেন, '২০১৮ সালের জানুয়ারি মাসে ১.৮ লক্ষ মানুষ মোবাইল ফোনের মাধ্যমে অসংরক্ষিত আসনের টিকিট কেটেছেন। সেপ্টেম্বরে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪.৪৮ লক্ষ। এবং অক্টোবরে তা আরও বেড়ে হয়েছে ৪ লক্ষ ৭৫ হাজার। এগুলি সবই ইন্টার-জোনাল টিকিট। এবার নয়া ব্যবস্থা চালু করে দেওয়ায় এই টিকিট বিক্রির পরিমাণ আরও বাড়বে।'

রেলমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেক সময়ই শেষ মুহূর্তে কোনও যাত্রীর দূরে কোথাও যাওয়ার প্রয়োজন হয়। কিন্তু সেইসময় কনফার্মড টিকিট পাওয়া সম্ভব হয় না। তখন তাঁকে যদি টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয়, তাহলে অনেক সময় ট্রেন মিস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এই ভাবনা থেকেই মোবাইলের মাধ্যমে ট্রেনের অসংরক্ষিত আসনের টিকিট কাটার ক্ষেত্রে 'ইন্টার-জোনাল' ব্যাপারটিই তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলবোর্ডের ওই শীর্ষ কর্তা বলেন, 'স্মার্ট ফোনে ইউটিএস অন মোবাইল অ্যাপটি ডাউনলোড করে নিয়ে নিজের নাম নথিভুক্ত করতে পারলেই সংশ্লিষ্ট পরিষেবার আওতায় চলে আসবেন যাত্রীরা। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টিকিট কাটা যাবে। তবে কেউ যদি আর-ওয়ালেট ব্যবহার করে সংশ্লিষ্ট অ্যাপ থেকে টিকিট কাটেন, তাহলে তিনি পাঁচ শতাংশ ছাড় পাবেন।'

গিরিশ পিল্লাই জানিয়েছেন, নয়া ব্যবস্থা চালুর প্রথম দিনেই প্রায় চার হাজার যাত্রী এই পরিষেবা ব্যবহার করে টিকিট কেটেছেন। সংশ্লিষ্ট মহলের মতে, লোকসভা ভোটের আগে যাত্রী স্বাচ্ছন্দ্যে একের পর এক পদক্ষেপ গ্রহণ করতে মরিয়া হয়েছে রেলমন্ত্রক। এবং যে কারণে গতকাল ১৫টি প্রিমিয়াম ট্রেনে ফ্লেক্সি ফেয়ার সিস্টেম সম্পূর্ণ তুলে দিয়েছে রেল। পাশাপাশি আরও ১০১টি ট্রেনে একই কারণে সস্তা করা হচ্ছে টিকিট। অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড থেকে ছ'মাসের জন্য পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু করা হচ্ছে বলে এদিনও স্পষ্ট করেছে রেলমন্ত্রক।