বিশ্বের সেরা একশো ছবির তালিকায় স্থান পেল ‘পথের পাঁচালি’


লন্ডনঃ একমাত্র ভারতীয় ছবি হিসেবে বিশ্বের সেরা একশো ছবির তালিকায় স্থান করে নিল সত্যজিৎ রায়ের 'পথের পাঁচালি'।

জানা গিয়েছে, ৪৩টি দেশের ২০০ সমালোচকের ভোটের ভিত্তিতেই এই তালিকা তৈরি করেছে বিবিসি। ২৪টি দেশের ১৯টি ভাষার ৬৭ জন পরিচালকের ছবি এই তালিকাভুক্ত করা হয়েছে। ২৭টি ফ্রেঞ্চ ছবি সবথেকে বেশি এই তালিকায় রয়েছে। তালিকায় ১৫ নম্বরে রয়েছে 'পথের পাঁচালি'। তালিকার শীর্ষে আছে আকিরা কুরোসাওয়া পরিচালিত 'সেভেন সামুরাই'।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি 'পথের পাঁচালি' মুক্তি পায় ১৯৫৫ সালে। 'পথের পাঁচালি'র পর সত্যজিৎ রায় আরও দুটি ছবি তৈরি করেন। 'অপরাজিত' ও 'অপুর সংসার'। সেই বছরই সত্যজিৎ রায় শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন।