আমজনতার চিন্তা কমিয়ে হ্রাস পেল পেট্রল-ডিজেলের মূল্য


নয়াদিল্লি: ফের সুখবর৷ আরও কিছুটা কমল পেট্রল-ডিজেলের দাম৷ শুক্রবার দিল্লিতে ১৯ পয়সা কমে প্রতি লিটার পেট্রলের দাম হয় ৭৯.১৮টাকা এবং ১৪ পয়সা দাম কমে ডিজেলের দাম প্রতি লিটারে হয় ৭৩.৬৪টাকা৷ অন্যদিকে, মুম্বইয়ে ১৮ পয়সা কমে প্রতি লিটার পেট্রলের দাম হয় ৮৪.৬৮টাকা এবং ১৪ পয়সা কমে ডিজেলের দাম প্রতি লিটারে হয় ৭৭.১৮টাকা৷

এর আগে গত ২৮ অক্টোবর রবিবার আম জনতাকে স্বস্তি দিয়ে জ্বালানির দাম হ্রাস পায়৷ রবিবার সকালে জ্বালানির দাম প্রকাশ করে তেল কোম্পানিগুলি৷ তাতে দেখা গিয়েছিল পেট্রলের দাম লিটার পিছু ৪০ পয়সা ও ডিজেলের দাম লিটার পিছু ৩৩ থেকে ৩৫ পয়সা কমেছিল৷

রাজধানী দিল্লিতে পেট্রল ও ডিজেলের উপর এই মূল্য হ্রাসের হার ছিল লিটার প্রতি যথাক্রমে ৪০ পয়সা এবং ৩৩ পয়সা। সেই অনুযায়ী দিল্লিতে প্রতি লিটার পেট্রল এবং ডিজেলের দাম ছিল যথাক্রমে ৮০ টাকা ০৫ পয়সা ও ৭৪ টাকা ০৫ পয়সা৷ শনিবার দিল্লিতে দুই জ্বালানির দাম ছিল যথাক্রমে ৮০ টাকা ৪৫ পয়সা এবং ৭৪ টাকা ৩৮ পয়সা।

এর আগে গত বেশ কয়েক মাস ধরে নাগারে প্রায় প্রতি দিনই নিয়ম করে বেড়েছে জ্বালানির দাম৷ নিত্য প্রয়োজনীয় জিনিসেও এর প্রভাব পড়ার আশঙ্কা ছিল৷ কেন্দ্র ও পেট্রোলিয়াম প্রস্তুতকারক সংস্থাগুলির যুক্তি ছিল বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় দেশে জ্বালানির দাম লাগামছাড়া হয়ে উঠেছিল৷ এর সঙ্গে যুক্ত ছিল বেশ কিছু আন্তর্জাতিক কারণও৷