‘জমি অধিগ্রহণের লালসা ভারতের নেই, নিরাপত্তাই দেশের লক্ষ্য’


নয়াদিল্লি: অতিরিক্ত জমি অধিগ্রহণের অভিপ্রায় যে ভারতের নেই সেই কথাই স্পষ্ট করে জানিয়ে দিলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত৷ কিন্তু সেই সঙ্গে এও স্পষ্ট করে জানিয়ে দেন, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক-রাজনৈতিক বিকাশের জন্য যথাযোগ্য পরিবেশ সৃষ্টি ভারতের লক্ষ্যের মধ্যেই পড়ে৷

বৃহস্পতিবার 'Evolving Geo-Politics of the Indo-Pacific Region-Challenges and Prospects'-এর আয়োজিত একটি সেমিনারে সেনাপ্রধান জানান, পূর্ব এশিয়া এবং দক্ষিণ চিন সাগর নিয়ে চ্যালেঞ্জ রয়েছেই, আর এই বিতর্কিত সামুদ্রিক সীমা আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে৷

ভারতে অস্ট্রেলিয়ার হাই কমিশনার হরিন্দর সিধুও এই সেমিনারে বক্তব্য পেশ করেন৷ তিনি জানান, আমন্ত্রণ জানানো হলে, মালাবার মহড়ায় অস্ট্রেলিয়াও অংশগ্রহণ করতে পারে৷ তিনি আরও জানান, এই মালাবার মহড়া একটি দ্বিপাক্ষিক বিষয় যেখানে ভারত ছাড়া আমেরিকা এবং জাপানও অংশগ্রহণ করে৷

এদিকে রাওয়াত জানান, ভারতের নিরাপত্তা নীতির দুটি মূল বিষয়ের ওপর নির্ভরশীল৷ প্রথমত, দেশের কোনওরকম জমি অধিগ্রহণের লক্ষ্য নেই, এবং দ্বিতীয়ত, ভারত তার মতাদর্শ অন্যের ওপর চাপিয়ে দেয় না৷ দেশের লক্ষ্য হল, আর্থিক উন্নয়ন এবং সেই সঙ্গে সামাজিক-রাজনৈতিক বিকাশের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা৷ সেইসঙ্গে আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টিও সুনিশ্চিত করা৷ তাই ভারত মহাসাগরে স্থিতিশীল অবস্থা ধরে রাখাটাই সবথেকে গুরুত্বপূর্ণ৷