ছক্কার ডবল সেঞ্চুরি হিটম্যানের


তিরুবনন্তপুরম : ছয় মারার জন্য তাঁর নামের সঙ্গে যোগ হয়েছে হিটম্যান তকমা। রোহিত হয়ে গেছেন রো-হিট। সেই তকমাকে সত্যি প্রমাণ করলেন তিনি। মাত্র ১৮৭ ইনিংসে করলেন ২০০ টি ছয় মারার রেকর্ড। ভাঙলেন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির রেকর্ড।

১৯৫ ইনিংসে ২০০ টি ছয় মারার রেকর্ড ছিল পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির। কম বল খেলার দিক থেকে ২০০ টি ছয় মারার রেকর্ডে রোহিত হলেন তৃতীয় ক্রিকেটার। তাঁর আগে আছে ব্রেন্ডন ম্যাককালাম। তিনি নিয়েছেন ৬৩০৮ টি বল। রোহিত শর্মা নিলেন ৮৩৮৭ বল। আফ্রিদি নিয়েছিলেন ৪২০৩ টি বল। 

২০০ টি ছয় মারার তালিকায় রোহিত আছেন ষষ্ঠ স্থানে। তাঁর আগে আছেন শাহিদ আফ্রিদি (৩৫১), ক্রিস গেইল (২৭৫), জয়সূর্য (২৭০), ধোনি (২১৮) ও এবি ডেভিলিয়ার্স (২০৪)। রোহিত শর্মার দখলে আছে ২০২ টি ছয়। ভারতীয়দের দিক থেকে দ্বিতীয় স্থানে। 

গতকাল উইন্ডিজ়ের বিরুদ্ধে ম্যাচের আগে পর্যন্ত ১৯৮টি ছয় মেরেছিলেন রোহিত। গতকাল ৪টি ছয় মারেন তিনি।