‌জাপানে পাবে বিস্ফোরণ, আহত কমপক্ষে ৪২


বিধ্বংসী বিস্ফোরণে কেঁপে উঠল জাপানের পাব। ঘটনায় আহত হয়েছেন প্রায় ৪২ জন। জাপানের হোক্কাইডো শহরে ইজাকায়া পাবে রবিবার রাত সাড়ে আটটা নাগাদ শক্তিশালী বিস্ফোরণ ঘটে। পাবের পুরো বিল্ডিংটাই ভেঙে পড়েছে। ছুটির দিন থাকায় ভিড় ছিল বেশি। পুলিসের অনুমান প্রোপেন গ্যাসের ট্যাঙ্ক ফেটেই বিস্ফোরণ হয়েছে। অ্যালকোহল সংরক্ষণের কাজে এই প্রোপেন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে।

সেকারণেই অধিকাংশ পাবে প্রোপেন গ্যাস মজুত রাখা হয়। পাব সংলগ্ন এলাকার বাসিন্দারা জানিয়েছে রাত সাড়ে আটটা নাগাদ হঠাৎই বাজ পড়ার মত তীব্র শব্দ শোনা গিয়েছিল। রীতিমত কেঁপে উঠেছিল আশপাশের বাড়িঘর। আহতদের বেশিরভাগের দেহের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। দমকলকর্মীরা জানিয়েছেন জাপানের অধিকাংশ পাবেরই বিদ্যুৎ সংযোগ ঠিক নয়। তাই অধিকাংশ সময় শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। তবে এই পাবের ক্ষেত্রে বিষয়টা অন্য ছিল। পাবের মালিককে আটক করে জেরা করা হচ্ছে।