কৃষি নিয়ে কেন্দ্রকে চেপে ধরতে এবার সংসদের বাইরে ধরনায় তৃণমূল


কেন্দ্র বিরোধী চাপ লোকসভা নির্বাচনের আগে কোনওভাবেই হালকা হতে দিতে রাজি নয় বিরোধীরা। কেউ রাফালে নিয়ে চেপে ধরছে, তো কেউ পেট্রোপণ্যের দাম, মূল্যবৃদ্ধি নিয়ে। আবার তৃণমূল কংগ্রেসের মতো দল সংসদের বাইরে কৃষকদের দুর্দশা ও কৃষক সঙ্কট নিয়ে ধরনা-বিক্ষোভ দেখাল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে।

এদিন সংসদের গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেসের লোকসভা ও রাজ্যসভার সদস্যরা ধরনা দেন। সেখানে সৌগত রায়, ডেরেক ও'ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে সাংসদরা কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ দেখান।

কেন্দ্র সরকার কৃষকদের ফসলের দাম দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছে। সেই প্রতিশ্রুতির কী হল তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। কেন্দ্রের মোদী সরকারের কাছে জবাবদিহিও চাওয়া হয়েছে।

সংসদে ফের বিরোধীদের বিক্ষোভ
এদিন সংসদে ফের বিরোধীদের বিক্ষোভে সভা মুলতুবি হয়ে যায়। এদিন কৃষক সঙ্কট নিয়ে তৃণমূল যে ইস্যু উত্থাপন করেছিল তা অধ্যক্ষ অনুধাবন করে আলোচনার জন্য মঞ্জুর করেছেন বলেও জানা গিয়েছে।