‌সুখবর!‌ এপ্রিলেই বাড়ছে সরকারি কর্মীদের বেতন


নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। এপ্রিল মাস থেকেই বাড়তে চলেছে তাঁদের বেতন। সপ্তম পে কমিশনের প্রস্তাব মেনেই বাড়ছে এই বেতন। তারচেয়েও বড় সুখবর হল ক্লার্ক, পিওনের মত চতুর্থ শ্রেণীর কর্মী থেকে শুরু করে অফিসার স্তর পর্যন্ত বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাত হাজার থেকে ১৮ হাজার টাকা পর্যন্ত বেসিক পে যাঁদের তাঁদের বেতন বাড়বে বলে জানানো হয়েছে। ষষ্ঠ পে কমিশনের প্রস্তাব মেনেই ২০১৬ পর্যন্ত বেতন বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। ২০১৮–র বাজেটে আয়কর সহ পে স্ট্রাকচার নিয়ে একাধিক প্রস্তাব পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। সেই প্রস্তাব ক্যাবিনেটে পাস হওয়ার পরেই  এই বেতন বাড়ার সিদ্ধান্তে সিলমোহর বসেছে বলে সূত্রের খবর। যদিও সপ্তম পে কমিশনের ৩৪টি সংশোধনী মোদি মন্ত্রিসভা মেনে নিয়েছে। তার মধ্যে অন্যতম ছিল সরকারি কর্মীদের বাড়ি ভাড়ার অনুদানটি অন্তর্ভুক্ত করা। সেটির অনুমোদন দিয়েছে মোদির মন্ত্রিসভা।