রথযাত্রার অনুমতি না দিলে 'অন্য ভাবনা'! হুঁশিয়ারি দিলীপ ঘোষের


যেখানে রথযাত্রা কর্মসূচি করতে দেওয়া হবে না, সেখানে আইন অমান্য কর্মসূচি নেওয়া হবে। সোমবার এমনটাই হুঁশিয়ারি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার দক্ষিণ ২৪ পরগনার উস্তির জনসভা থেকে বলেছিলেন, তারা কোর্টেও লড়বেন। ভোটেও লড়বেন। সোমবার সকালে রথযাত্রা নিয়ে ফের  হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি।

এদিন বিজেপির তরফে জানানো হয়েছে, ৩ টি রথযাত্রার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু সরকার তা খারিজ করে দিয়েছে। বিজেপি তরফে জানানো হয়, রথযাত্রা নয়, এটা হল গণতন্ত্র রক্ষার জন্য যাত্রা। সূত্রের খবর অনুযায়ী, বিজেপির তরফে রাজ্যে তাদের ৩৮ টি সংগঠন জেলায় মিছিলের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু ১১ টিতে অনুমতি দেওয়া  হলেও বাকিগুলিতে তার অনুমতি পাওয়া যায়নি।

যেখানে অনুমতি দেওয়া হয়নি, অপেক্ষার পর সেখানে আইন অমান্য আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ।