বড়দিনের আগে পরে ব্যাঙ্কের লেনদেনে পড়তে পারে প্রভাব!


মাসের তৃতীয় সপ্তাহে টানা পাঁচদিন ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা। যার জেরে গ্রাহকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। ২১ ডিসেম্বর থেকে শুরু। মধ্যে ২৪ ডিসেম্বর ব্যাঙ্ক খোলা। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। তবে এটিএমগুলি খোলা থাকবে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ব্যাঙ্ককর্মীদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাঙ্ক সংযুক্তিকরণের প্রতিবাদে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ২১ ডিসেম্বর। এই ডাক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী সংগঠনের। ২২ ডিসেম্বর চতুর্থ শনিবার হওয়ার কারণে বন্ধ। ২৩ ডিসেম্বর রবিবার। ২৪ ডিসেম্বর সোমবার একদিন খোলা থাকছে ব্যাঙ্কগুলি। এরপরে ২৫ ডিসেম্বর মঙ্গলবার বন্ধ বড়দিনের কারণে। ২৬ ডিসেম্বর অপর একটি সংগঠন ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের ডাক দিয়েছে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক কর্মী সংগঠন।

বছর শেষে অনেকেই ভ্রমণে যাচ্ছেন। এই সময় হাতে পর্যাপ্ত নগদে টান পড়তে বাধ্য। সঙ্গে সরকারি নীতির বিরুদ্ধে কর্মীদের ধর্মঘট। পরিস্থিতি কোথায় যায় এখন সেটাই দেখার।