৩০০ টাকার কমে জিও, এয়ারটেল ও ভোডাফোনের সেরা প্রিপেড প্ল্যান


গত কয়েক মাসে প্রিপেড মোবাইলের প্ল্যানে বিপুল পরিবর্তন এসেছে। এক ধাপে অনেকটাই কমেছে মোবাইল প্ল্যানের দাম। সম্প্রতি আগের থেকে অনেক কম দামে অনেক বেশি সুবিধা পাওয়া যাচ্ছে। Jio, Airtel ও Vodafone এর মধ্যে নিরন্তর লড়াইয়ে আখেরে লাভবান হচ্ছেন গ্রাহকরা। ভারতের জনপ্রিয় তিনটি নেটওয়ার্ক জিও, এয়ারটেল ও ভোডাফোনের ৩০০ টাকার নীচে প্রিপেড প্ল্যানগুলিতে চোখ বুলিয়ে নেওয়া যাক।

জিও ২৯৯ টাকার প্ল্যান
জিও ২৯৯ টাকার প্ল্যানে দিনে 3GB ডাটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। 3GB ডাটা শেষ হলে স্পিড কমে 64kbps হয়ে যাবে। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ১০০ টি SMS আর সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা।

জিও ১৯৮ টাকার প্ল্যান
জিও ২৯৯ টাকার প্ল্যানে দিনে 2GB ডাটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ১০০ টি SMS আর সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা।

জিও ১৪৯ টাকার প্ল্যান
জিও ১৪৯ টাকার প্ল্যানে দিনে 1.5GB ডাটা ব্যবহার করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ১০০ টি SMS আর সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা।

এয়ারটেল ১৯৯ টাকার প্ল্যান
জিওর ১৯৮ টাকার প্ল্যানের সাথে প্রতিযোগিতায় ১৯৯ টাকার প্ল্যান লঞ্চ করেছিল এয়ারটেল। এই প্ল্যানে প্রতদিন 1.4GB ডাটা পাওয়া যায়। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ১০০ টি SMS ব্যবহারের সুবিধা।

এয়ারটেল ২৪৯ টাকার প্ল্যান
সম্প্রতি ২৪৯ টাকার প্ল্যান লঞ্চ করেছে। এই প্ল্যানে প্রতিদিন 2GB ডাটা ব্যবহার করা যাবে। এর সাথেই থাকবে আনলিমিটেড কল, ১০০ টি SMS ব্যবহারের সুবিধা। এয়ারটেল ২৪৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

ভোডাফোন ২৫৫ টাকার প্ল্যান
ভোডাফোন ২৫৫ টাকার প্ল্যানে দিনে 2GB ডাটা ব্যবহার করা যায়। এর সাথেই থাকছে আনলিমিটেড কল, ১০০ টি SMS ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।

ভোডাফোন ২০৯ টাকার প্ল্যান
২০৯ টাকায় ভোডাফোন প্রিপেড গ্রাহকরা দিনে 1.5GB ডাটা ব্যবহার করতে পারেন। এর সাথেই থাকছে আনলিমিটেড কল, ১০০ টি SMS ব্যবহারের সুবিধা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।