ক্ষমতাশালীরা নেহরুকে অবজ্ঞা করলেও গণতন্ত্রের স্বার্থে তাঁকে মর্যাদা দেবই : সোনিয়া


নয়াদিল্লি: কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মঙ্গলবার অভিযোগ করেন, বর্তমানে ক্ষমতায় থাকা শাসকদল দেশের প্রথম প্রধানমন্ত্রীকে অবজ্ঞা করতে চেয়ে তিনি যেভাবে ভারতকে গড়েছিলেন সেটাকেই বদলে এরা অধোপথে নিয়ে যাচ্ছে এবং নেহরুর উত্তরাধিকারীদের দাবিতে রাখতে চাইছেন৷
 
এদিন কংগ্রেস নেতা শশী থারুটের লেখা বই 'Nehru-The invention of India' উদ্বোধনী অনুষ্ঠানে সোনিয়া জানান, জহরলাল নেহরু দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে সংহত গণতন্ত্র এবং ভারতের শাসনব্যবস্থার মৌলিক মূল্যবোধকে জোরদার করেছেন – যা দাবি করে গর্ব অনুভব করা যায়৷

সোনিয়ার কথায় উঠে আসে, নেহরুবাদের প্রধান স্তম্ভগুলিকে শশী থারুট সংক্ষিপ্তকরণ করেছেন- গণতন্ত্র প্রতিষ্ঠা, সম্প্রীতি , সমাজতান্ত্রিক অর্থনীতি এবং জোট নিরপেক্ষ বিদেশনীতি৷ আর এখন ভারতের সমন্বয়ের এমন দিকটাই যেন চ্যালেঞ্জের মুখোমুখি বলে তিনি জানান একেবারে নেহরু জন্মজয়ন্তীর প্রাক্কালে৷

তিনি বলেন, ''আমরা জানি যেমন শশী বলেছেন এই মূল্যবান উত্তরাধিকারকে প্রতিদিন অবজ্ঞা করছেন এখন যারা শাসন করছেন৷'' পাশাপাশি তাঁর বক্তব্য, এখন আমাদের লড়াই করতে হবে তাঁকে প্রকৃত মর্যাদা দেওয়ার জন্য এবং গণতন্ত্রকে রক্ষার স্বার্থে৷