যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে বুধবার নতুন কৃত্রিম উপগ্রহ লঞ্চ করবে ISRO


বুধবার নতুন ভূসমলয় কৃত্রিম উপগ্রহ লঞ্চ করবে ISRO। ইসরো জানিয়েছে আবহাওয়া ঠিক থাকলে বুধবার মহাকাশে পাড়ি দেবে GSAT-29।

সর্বোচ্চ চার টন মাত্রার GSLV-Mk III রকেটে চেপে মহাকাশে পাড়ি দেবে এই কৃত্রিম উপগ্রহ। GSAT-29 এর ওজন 3,423 কিলোগ্রাম (প্রায় 3.4 টন)। মাত্র 16 মিনিটে জিও ট্রান্সফার অর্বিটে পৌঁছে যাবে GSAT-29।

এরপরে জিও স্টেশানারি অর্বিটে পৌঁছাবে এই কৃত্রিম উপরগ্রহ। এই সময় ভূপৃষ্ঠ থেকে 36,000 কিমই উপরে থাকবে GSAT-29।

10 বছর ধরে কাজ করবে GSAT-29। নতুন এই কৃত্রিম উপগ্রহ ভারতের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে। প্রধাণত গ্রামীণ ভারতে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে এই কৃত্রিম উপগ্রহ পাঠানো হচ্ছে।

তবে GSAT-29 লঞ্চে বাধা সেধেছে সাইক্লোন গাজা। ১৫ নভেম্বর তামিলনাড়ু উপকুলে আছড়ে পড়বে এই সাইক্লোন।