‘‌নেহেরুর জন্যই চা ওয়ালা আজ প্রধানমন্ত্রী’‌, মোদিকে কটাক্ষ থারুরের


প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে হাজির হয়ে আবার বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন কংগ্রেসের শীর্ষ নেতা শশী থারুর। এবার বললেন, '‌প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্যই আজ একজন চা ওয়ালা থেকে প্রধানমন্ত্রী হতে পেরেছেন৷'‌

বুধবার, ১৪ নভেম্বর সমগ্র দেশজুড়ে পালিত হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্মদিবস৷ শিশুদের সঙ্গে ছিল তাঁর আত্মিক সম্পর্ক৷ তাই দিনটি শিশু দিবস হিসাবেও পালিত হয়৷ এই উপলক্ষেই রাজধানীতে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী৷ সেখানে দেশের প্রথম প্রধানমন্ত্রীর অবদান তুলে ধরেন তিনি৷ দেশের অগ্রগতিতে তাঁর অবদানের কথা সকলকে শোনান কেরলের তিরুঅনন্তপুরমের এই সাংসদ৷ এরপরই নেহেরুকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা বিভিন্ন ভ্রান্ত তথ্যের বিষয়ে উষ্মা প্রকাশ করেন শশী থারুর৷ বলেন এসব '‌অবিশ্বাসযোগ্য মিথ্যা।'‌ নেহেরুকে ভারতমাতার 'সেরা সন্তান' বলে সম্বোধন করে, তাঁর বিরুদ্ধে এমন মিথ্যা প্রচারের কোনও প্রয়োজন নেই বলে দাবি করেন তিনি৷ এই অনুষ্ঠানে মঞ্চেই তিনি কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ কংগ্রেসের এই শীর্ষ নেতা বলেন, '‌আজ একজন চা ওয়ালা প্রধানমন্ত্রী হয়েছেন, তা কেবলমাত্র নেহেরুজির জন্যই সম্ভব হয়েছে৷ তিনি এমন একটা প্রাতিষ্ঠানিক পরিকাঠামো তৈরি করেছেন, যাতে যেকোনও দেশবাসী সবচেয়ে উপরের আসনে বসার স্বপ্ন দেখতে পারেন৷'‌ এই মন্তব্যের পরই থারুরকে পাল্টা কটাক্ষ করে বিজেপি৷ টুইট করে তাঁরা বলে, '‌…নেহেরুই হল আসল কারণ যার জন্য মনুষ্যত্ব বেঁচে রয়েছে৷ তাই তাঁর অবদানের সঙ্গে অন্য কিছুর তুলনা করবেন না৷'‌

কিছুদিন আগেই নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে 'শিবের মাথায় বসে থাকা বিছে' বলেছিলেন শশী থারুর। এরপরই তাঁর উপর বেজায় চটেছিলেন বিজেপি নেতারা। এই মন্তব্যের জন্য থারুরের ক্ষমা চাওয়া উচিত বলে জানিয়েছিলেন অনেকেই। থারুরের বিরুদ্ধে মানহানির মামলাও করেছিলেন দিল্লির বিজেপি নেতা রাজ বব্বর। অভিযোগ প্রমাণিত হলে কমপক্ষে দু'‌বছরের জেল হওয়ার সম্ভাবনা রয়েছে শশী থারুরের৷ তারপর আবার বিতর্কিত মন্তব্য করে বসলেন থারুর।