ফেক কসমেটিক প্রোডাক্টের বিক্রি নিয়ে কড়া মনোভাব ফ্লিপকার্ট ও আমাজনের


বড় পরিবর্তন এল ফ্লিপকার্ট ও আমাজনে। এবার থেকে ফেক কসমেটিক পোডাক্টস আর বিক্রি করা যাবে না জনপ্রিয় এই ই-কমার্স সাইটগুলিতে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ডিসিজিআই(ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া) কিছু দিন আগে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়। সেখানেই দেখা যায়, বিখ্যাত কিছু ই-কমার্স সাইট ভেজাল কসমেটিক দ্রব্য বিক্রি করছে। কোনও রকম সার্টিফিকেট ছাড়াই এই দ্রব্যগুলি বিক্রি করা হচ্ছিল বলে অভিযোগ।

ইতিমধ্যে এই সব দ্রব্য বিক্রি না করার জন্য ই-কমার্স সাইটগুলি নোটিশ দেওয়া হয়েছে। যদি নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি করা হয় তাহলে পুলিশি অভিযোগ দায়ের যাবে বলেও জানানো হয়েছে ডিসিজিআই-এর তরফে।
 
এ বিষয়ে আমাজনের মুখপাত্র সংবাদসংস্থাকে জানান, ''আমাজন একটা থার্ড পার্টি অনলাইন বাজার। বিক্রেতাদের কাছ থেকে দ্রব্য নিয়ে এসে এদেশের গ্রাহকদের কাছে বিক্রি করে। প্রত্যেক বিক্রেতা নিজের নিজের সামগ্রীর গুণমানের জন্য দায়ী। আমাজন গ্রাহকদের ব্যাপারে যথেষ্ট সচেতন। যারা ভুয়ো সামগ্রী বিক্রি করছে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।''