কোটি টাকার গাড়ি কিনে সোনায় মোড়ানো মিষ্টিমুখে তাক লাগালেন কৃষক


পুনে: জীবনের জমানো পুঁজি দিয়ে স্বপ্নকে বাস্তবায়িত করলেন পুনের এক কৃষক৷ কিনে ফেললেন Jaguar XJ saloon, যার মূল্য ১.১ কোটি(একস্-শোরুম)৷ পুনের ধায়ানি গ্রামের এই কৃষকের নাম সুরেশ পোকালে৷

নিজের এই লক্ষ্যপূরণের আনন্দকে আরও একটু বাড়িয়ে তুলতে এমন মিষ্টি অর্ডার করলেন তিনি যার প্রতি কেজি মূল্য ৭,০০০টাকা৷ ভাবছেন এত দামি মিষ্টিও হয়? হয় বৈকি৷ Jaguar XJ saloon কিনলে তার সেলিব্রেশনও তেমনই হওয়া প্রয়োজন বলেই হয়তো সুরেশ বিশেষ একধরণের সোনার পাতা জড়ানো মিষ্টি অর্ডার করেন৷

পড়ুন: ভোপালের প্রথম মহিলা অটো-রিক্সাচালকের ফার্স্ট প্যাসেঞ্জার ছিলেন মুখ্যমন্ত্রী

টেলিভিশনে একটি ক্লিপিং দেখে তার মাথায় এই আইডিয়া আসে৷ আর তার এই গাড়ি কেনার থেকেও, এই বিশেষ ধরণের মিষ্টিমুখে সেলিব্রেশনের জন্যই এখন সংবাদ শিরোনামে তাঁর নাম৷

সুরেশ পোকালে গোল্ড লিফ ব়্যাপড্ মিষ্টির অর্ডার দেন যা তৈরি করতে তিনদিন সময় লাগে৷ এরপর ৩কেজি মিষ্টি প্রতিবেশী এবং গ্রামবাসীদের মধ্যে বিতরণ করা হয়৷

একটি সাক্ষাৎকারে সুরেশের ছেলে দীপক পোকালে জানান, "আমরা সম্প্রতি একটি বিলাসবহুল জাগুয়ার গাড়ি কিনেছি, এবং তাই রাজকীয় সেলিব্রেশন চেয়েছিলাম৷ গাড়িটির সঙ্গে সেলিব্রেশনের যেন সামঞ্জস্য থাকে সেই দিকে আমাদের নজর ছিল৷ তাই এমন এক পেঁড়া(মিষ্টি) অর্ডার করা হয় যা সোনার পাতায় দিয়ে মোড়ানো৷"