আন্তর্জাতিক সোনা পাচারকারীদের সঙ্গে যোগ ধৃতদের


আলিপুরদুয়ার: ভুটান, মায়নামার, তিব্বত সহ বিদেশের যে সমস্ত নাগরিক সোনা পাচারে জড়িত তাদের সঙ্গে ধৃতদের যোগাযোগের প্রমাণ পাচ্ছে সিআইডি। এমনকী তাদের সঙ্গে অভিযুক্তদের যে একাধিকবার কথা হয়েছে, মোবাইলের কল লিস্ট ঘেঁটে এমনই তথ্য হাতে এসেছে তাদের। আন্তর্জাতিক সোনা পাচারে জড়িত কয়েকজনের নামও সিআইডির গোয়েন্দাদের হাতে এসেছে। তাদের অবাধে সোনা পাচারের ব্যবস্থা করে দিয়ে বেশকিছু সুযোগসুবিধা ধৃতরা নিয়েছে বলে জানা যাচ্ছে। তবে শিলিগুড়ি যে এখন সোনা পাচারাকারীদের হাব হয়ে উঠেছে তা তাঁরা জানতে পারছেন। উল্লেখ্য, এই সোনা গায়েবকাণ্ডে ধৃত জয়গাঁর এসডিপিও অনিরুদ্ধ ঠাকুর, হাসিমারা পুলিস ফাঁড়ির প্রাক্তন ওসি কমলেন্দু নারায়ণ, পুলিসের সাব ইন্সপেক্টর সত্যেন রায়, সেনা বাহিনীর অফিসার পবন ব্রহ্ম ও কনস্টেবল দশরথ সিংকে শনিবার আলিপুরদুয়ারে আদালতে তুলে চার দিনের হেফাজতে পায় পুলিস। এরপর তারা ঘটনার তদন্ত ভার সিআইডি'র হাতে তুলে দেয়। ধৃতদের আলিপুরদুয়ার থানারই একটি ঘরে রাখা হয়েছে। রবিবার আলিপুরদুয়ার জেলা হাসপাতালে প্রত্যেকের মেডিক্যাল পরীক্ষা করা হয়।

পাচারের সোনা হাতিয়ে নেওয়ার ঘটনায় তদন্তে নেমে অনেক চাঞ্চল্যকর তথ্যই সিআইডি জানতে পেরেছে। জানা যাচ্ছে কালো টাকায় সোনা কেনা হচ্ছে। হাওলায় তা পাঠানো হচ্ছে বিদেশে। তারপর তিব্বত, থাইল্যান্ড, মায়নমার ও ভুটান থেকে সোনা কেনা হচ্ছে। আন্তজার্তিক চোরাকারবারীদের হাত ধরে তা এরাজ্য সব বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে। টাকার আসল মালিকের কাছে তা পৌঁছানোর পর কাগজপত্র তৈরি করে নেওয়া হচ্ছে। তদন্তকারী এক অফিসারের কথায়, আন্তর্জাতিক সোনা কারবারীদের সঙ্গে যোগাযোগ রয়েছে সোনার কারবারে জড়িত একাংশের। তাঁদের কাছেও এই সোনা যাচ্ছে। এই কাজে সাহায্য করার জন্য ধৃতরা একটি চক্র গড়ে তুলেছে। তারা নিয়মিত যোগাযোগ রাখছে এই সমস্ত চোরাকারবারীদের সঙ্গে। কোথাও কোনও তল্লাশির খবর থাকলে আগাম তাদের কাছে পৌঁছে দিচ্ছে অভিযুক্তরা। সিআইডি সূত্র জানিয়েছে, শিলিগুড়ি সোনা পাচারের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। শিলিগুড়িতে হাতবদল হয়ে এই সোনা চলে যাচ্ছে কলকাতা ও দেশের অন্যান্য অং঩শে। সোনা পাচারকারীদের সঙ্গে ধৃতদের প্রত্যক্ষ যোগসাজশও প্রমাণিত হয়েছে। কোথা থেকে এবং কোন পথ দিয়ে এই সোনা আসছে প্রাথমিক তদন্তে সিআইডি'র তদন্তকারী অফিসাররা তাও জানতে পেরেছেন। সীমান্ত পেরিয়ে জয়গাঁয় এই সোনা আসছে মূলত তিব্বত থেকে। ভুটানের দুর্গম বুমথাং, হাভেলি ও পারো বন্দর হয়ে সোনা জয়গাঁয় আসছে। ভুটানের পারোতে অবৈধ এই সোনার গায়ে নকল হলমার্ক বসানো হয়।