তৃণমূল পার্টি অফিসে কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি, নদিয়ার পর বজবজে আক্রান্ত শাসক


নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের পর ফের তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চলল। গুলিবিদ্ধ হলেন তৃণমূল কাউন্সিলর মিঠুন টিকাদার। দলীয় অফিসেই তৃমমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালান দুষ্কৃতীরা। সোমবার দক্ষিণ ২৪ পরগনার বজবজে দলীয় অফিসের মধ্যেই গুলিবিদ্ধ হন কাউন্সিলর।

তৃণমূল কাউন্সিলর রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। অন্যান্য কর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান। এদিন সন্ধ্যায় তিনি পার্টি অফিস থেকে যখন বেরোচ্ছিলেন, তখনই আচমকা গুলি চলে। তাঁকে লক্ষ্য করে দু-রাউন্ড গুলি চলে, গুলি লাগে কাউন্সিলরের পেটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুধু গুলি নয়, কাউন্সিলরকে লক্ষ্য করে বোমাও ছোড়া হয়।

এই ঘটনার নেপথ্যে কারা, তা জানার চেষ্টার চালাচ্ছে পুলিশ। এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল, নাকি এর মধ্যে বিরোধী রাজনৈতিক দলের হাত রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। জানা গিয়েছে, তিনি যখন পার্টি অফিস থেকে বের হচ্ছেন তখন দুজন তাঁর সামনে এসে দাঁড়ান। মুহূর্তে গুলি চালিয়ে চম্পট দেয় তারা।