‌২০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর সৌদি–পাকিস্তানের


পাকিস্তানের সঙ্গে ২০ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ চুক্তি স্বারক্ষ করল সৌদি আরব। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন ওরফে এমবিএস–এর সঙ্গে সাতটি পৃথক চুক্তি এবং মউ স্বাক্ষ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুত্ব রাখার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানিয়ে ইমরান বলেন, '‌পাকিস্তান এবং সৌদি আরব এখন এই সম্পর্ককে এমন একটি পর্যায়ে নিয়ে গেল যা এর আগে কখনও ছিল না।

ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগ্গি হত্যার পর থেকেই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে চাপে রয়েছে সৌদি আরব। নিজের দেশের পরিচ্ছন্ন ছবি আন্তর্জাতিক স্তরে ফের তুলে ধরার লক্ষ্যেই এশিয়া সফরে বেরিয়েছেন সৌদির যুবরাজ এমবিএস। রবিবার সকালে ইসলামাবাদের বিমানবন্দরে পা রাখার পর ২১বার তোপধ্বনি করে তাঁকে স্বাগত জানায় পাক সেনা। লাল কার্পেটে এমবিএস–কে অভ্যর্থনা জানান ইমরান এবং পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। পাকিস্তানের পর ভারত এবং তারপর চীন যাবেন এমবিএস।