৪৮ ঘন্টার মধ্যে পাক নাগরিকদের বিকানের ছাড়ার নির্দেশ

ইন্টারনেট থেকে প্রাপ্ত ছবি৷ খবরের সঙ্গে যোগ নেই৷

জয়পুর: পুলওয়ামা কাণ্ডে ৪৮ ঘন্টার মধ্যে পাক নাগরিকদের বিকানের ছাড়ার নির্দেশ দিল প্রশাসন৷ পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে ওই পাক নাগরিকরা বিকানেরে থাকলে আইন শৃঙ্খলারক্ষায় সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে৷ আর তাই এমন সিদ্ধান্ত প্রশাসনের৷ সোমবার এই নির্দেশ দেন ডিস্ট্রিক্ট কালেক্টর কুমার পাল গৌতম৷

টাইমস অব ইন্ডিয়া সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কুমার পাল গৌতম তার অর্ডারে জানান, পুলওয়ামা ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত৷ পাক সীমান্তে বিকানেরে ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ পাক নাগরিক যারা বিকানেরে রয়েছে বা ঘুরতে এসেছে তাদের ৪৮ ঘন্টার মধ্যে বিকানের ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷

কোনও রেস্ট হাইস, হোটেল এমনকি বিকানেরের হাসপাতালেও থাকতে পারবে না তারা৷ শুধু তাই নয়, বিকানেরের ব্যবসায়ীরা পাক নাগরিকদের সঙ্গে কোনও ব্যবসায়িক সম্পর্ক রাখতে পারবেন না এবং পাক নাগরিকদের কোনও চাকরিও দিতে পারবে না৷
 
এমনকি ফোনেও পাকিস্তানে কোনও অচেনা কাওকে কোনওরকম তথ্য প্রদান করতে পারবেনা৷ আগামী দুমাস পর্যন্ত এই নির্দেশ কার্যকরী থাকবে৷ কেউ এর অন্যথা করলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে৷