উচ্চ মাধ্যমিকে হলে ঢুকতে হবে সকাল ৯টার মধ্যে


এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। সম্প্রতি এক নির্দেশিকায় এমনই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ ছাড়া পরীক্ষা চালাকালীন বা তার আগে পরীক্ষা কেন্দ্রের মধ্যে অভিভাবকদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সময় পরীক্ষাকেন্দ্র থেকে প্রশ্ন 'ফাঁস' ঠেকাতে ইতোমধ্যেই একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করেছে শিক্ষা সংসদ। শ্রেণিকক্ষে মোবাইল-সহ পরীক্ষার্থীদের প্রবেশ রুখতে এবার হ্যান্ড ডিটেক্টরের সহায়তা নিতে চলেছে সংসদ। গত বছর মালদহের কয়েকটি পরীক্ষাকেন্দ্র থেকে পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন বাইরে চলে আসার অভিযোগ উঠেছিল। তা ঠেকাতেই এই ব্যবস্থা।

আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তা চলবে ১৩ মার্চ পর্যন্ত। এ বারও ছেলেদের তুলনায় উচ্চ মাধ্যমিকে ছাত্রীর সংখ্যা বেশি। মোট পরীক্ষার্থীর সংখ্যা আট লক্ষেরও বেশি।