পেট্রোলের দাম এক ধাক্কায় কমল ৫ টাকা! লোকসভার আগে মাস্টারস্ট্রোক সরকারের


এক ধাক্কায় পেট্রোলের দাম লিটার প্রতি কমছে পাঁচ টাকা। দাম কমছে ডিজেলেরো। পঞ্জাব সরকার রাজ্য বাজেটে যে প্রস্তাব দিল, তাতে খুশির হাওয়া আম জনতার। সোমবার পঞ্জাবের অর্থমন্ত্রী মনপ্রীত সিং বাদল রাজ্য বাজেটে এই প্রস্তাব দেন। সেইসঙ্গে কৃষি, স্বাস্থ্য শিক্ষা ও গ্রাম-শহরের পরিকাঠামোর ওপর জোর দেওয়া হয়।

লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে মেক ইন পঞ্জাবের উপর জোর দিয়েছে অমরিন্দর সিং সরকার। সোমবার বিধানসভায় বাজেট পেশ করে পঞ্জাবের অর্থমন্ত্রী জানান, পেট্রোলের দাম কমছে পাঁচ টাকা এবং ডিজেলের দাম এক টাকা কমছে। এদিন বাজেটে ঘোষণার পর রাত থেকেই কার্যকর হচ্ছে নয়া দাম। এদিন ভ্যালু অ্যাডেড ট্যাক্সের দামও কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তর্জাতির বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে গত পাঁচ দিন ধরে পেট্রোল-ডিজেলের দাম ঊর্ধ্বমুখী হতে শুরু করে। সোমবার এক ধাক্কায় পাঁচ টাকা পেট্রোলের দাম কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেয় পঞ্জাব সরকার। লোকসভার আগে অমরিন্দর সিং সরকার দিল মাস্টারস্ট্রোক।