পুলওয়ামার দায় অস্বীকার করে আলোচনার আহ্বান ইমরানের, সন্ত্রাস নিয়ে আলোচনাতেও রাজি পাকিস্তান

হামলা হলে জবাব দেবে পাকিস্তান বললেন ইমরান খান। 

পুলওয়ামা হামলার দায় অস্বীকার করে আলোচনার আহ্বান জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকি, ইসলামাবাদ যে সন্ত্রাস নিয়েও আলোচনায় রাজি, এবার সে কথাও স্পষ্ট করে দিলেন ইমরান। তবে ভারত আক্রমণ করলে, পাকিস্তানও প্রত্যুত্তর দেবে, দৃঢ় ভাষায় তাও বলে জানিয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী।
যদিও ভারতের তরফে এর তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিদেশ মন্ত্রকের একটি সূত্রে বলা হয়েছে, পুলওয়ামা হামলার পিছনে যে জইশ-ই-মহম্মদ জঙ্গিরা রয়েছে, সেটা স্পষ্ট। আর এই জইশ জঙ্গিরা যে পাকিস্তানের মদতপুষ্ট, ইমরান সে কথা অস্বীকার করবেন বা ভুলে যাবেন কী করে। আবার ভারত বরাবরই বলে এসেছে, পাকিস্তান আগে সন্ত্রাস বন্ধ করুক, তারপর আলোচনা হবে। ওই সূত্রের বক্তব্য, সন্ত্রাস বন্ধ করতে পারবেন ইমরান, এমন আশ্বাস কি দিতে পারেবেন।

পুলওয়ামা হামলায় পাকিস্তান যোগ কার্যত স্পষ্ট। পাক মদতপুষ্ট জইশ জঙ্গিরা হামলা চালিয়েছে, প্রাথমিক তদন্তে সেই তথ্যপ্রমাণও উঠে এসেছে। তাই পাকিস্তানের উপর চাপ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার  জাতির উদ্দেশে ভাষণে ইমরান খান বলেন, ''ভারত প্রমাণ ছাড়াই অভিযোগ তুলছে। পাকিস্তান কেন হামলা করতে যাবে। পাকিস্তান স্থিরতা চায়। যখন ধীরে ধীরে সেই স্থিতাবস্থা আসছে, তখন ভারত এই অভিযোগ তুলে সেটা নষ্ট করতে চাইছে। আমরা যেখানে শান্তি চাই, সেখানে এই হামলা করে পাকিস্তানের কী লাভ হবে।'' এ দিন তিনি বলেন, ''প্রমাণ থাকলে আমাকে দিন, কথা দিচ্ছি, পরের দিনই ব্যবস্থা নেওয়া হবে।''

পুলওয়ামায় পাক যোগ উড়িয়ে দিলেও ভারতের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে এ দিন তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন ইমরান। সেই সঙ্গে প্রয়োজনে তাঁর সরকার যে সন্ত্রাস নিয়ে আলোচনাতেও রাজি, তাও সুনির্দিষ্ট করে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। তিনি বলেন, ''আলোচনার প্রসঙ্গ উঠলেই ভারত সন্ত্রাসের প্রসঙ্গ টেনে আনে। এ এবার তাই প্রয়োজনে সন্ত্রাস নিয়েও আমি আলোচনায় রাজি।''
পুলওয়ামা হামলার পর থেকেই পাকিস্তানে পাল্টা হামলার দাবি উঠেছে সারা দেশের নানা শিবির থেকে। ইসলামাবাদও সে বিষয়ে ওয়াকিবহাল। সেই আঁচ পেয়েই এ দিন পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছেন ইমরান। তিনি বলেন, ''ভারতীয় সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক নেতাদের মুখে শোনা যাচ্ছে ভারত হামলা চালাতে পারে। সেটা হলে পাকিস্তান শুধু পাল্টা হামলার কথা ভাববে না, সঙ্গে সঙ্গে যোগ্য জবাব দেবে। এ ছাড়া আর কোনও বিকল্প থাকবে না।''