রাতে এন্টালির জুতোর কারখানায় আগুন, ছড়াল আতঙ্ক


দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। নিজস্ব চিত্র
জুতোর কারখানায় আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়াল। সোমবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটে এন্টালির পদ্মপুকুরের বেচুলাল রোডে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কারখানাটিতে প্রচুর দাহ্যবস্তু মজুদ ছিল। ফলে, আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এমনকি আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, কারখানার বাইরে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতেও আগুন ধরে যায়। প্রাথমিক ভাবে দমকলের অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে দমকল সূত্রে জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই কারখানাটিতে জুতোর সোল রাখা থাকত। এ দিন রাত ২টো নাগাদ সেখান থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। তা দেখেই স্থানীয়রা দ্রুত দমকলে খবর দেন। কারখানার চারপাশে বসতি থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়েই প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের ৬টি ইঞ্জিন। পরে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে আরও  ৩টি ইঞ্জিন আনা হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। দমকলের তরফে অভিযোগ করা হয়েছে, কারখানাটিতে অগ্নিনির্বাপণের কোনও ব্যবস্থাই নেই। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।