ইলিশ কি অনুপ্রবেশকারী: মমতা


ইলিশ মাছ, জামদানি কি অনুপ্রবেশকারী? নাকি উদ্বাস্তু? সন্দেশ, মিষ্টি দই, আম? বাংলার সংস্কৃতি যাঁরা জানেন না, তাঁরা এ-সব বলছেন? 

নরেন্দ্র মোদী, অমিত শাহদের নাম মুখে না-এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভা ভবনে নিজের দপ্তরে বসে তোপ দাগলেন বিজেপির বিরুদ্ধে। তাঁর কথায়, 'বিজেপি সারা দেশের মানুষের মধ্যে ঘৃণার সঞ্চার করছে। প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করছে। যারা বাংলাকে অপমান করে তাদের প্রতি আমার ভালোবাসা নেই।' 

গত শনিবার কলকাতায় এসে এনআরসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের তীব্র সমালোচনা করেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। দ্য টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এনআরসি নিয়ে বিরোধীদের সমালোচনা করে বলেছেন, এটা রাজনীতির ইস্যু নয়, এর সঙ্গে জাতীয় স্বার্থ জড়িত। এ দিন বিজেপির কোনও নেতা-মন্ত্রীর নাম মুখে না-আনলেও মুখ্যমন্ত্রী মোদী-অমিতের সমালোচনারই জবাব দিলেন বলে রাজনৈতিক মহলের একাংশের অভিমত। 
মুখ্যমন্ত্রীর প্রশ্ন, বিজেপির সমস্যা কী? কেন বিজেপি বাংলা বিদ্বেষী? বাংলার প্রতি বিজেপির এত ঘৃণা কেন? আমরা বাংলা ভাষায় কথা বলি বলে? বাংলায় কথা বলা কি অপরাধ? হিন্দি, উর্দু, মারাঠি, সব ভাষাতেই আমরা কথা বলতে পারি। ভুলে যাবেন না বাংলা এশিয়ার দ্বিতীয়, বিশ্বের পঞ্চম ভাষা। আসলে বাংলার সভ্যতা, সংস্কৃতি, মেধাকে ভয় পায় বিজেপি।' 

এ দিন এনআরসি ইস্যুতে ফের সরব হন মুখ্যমন্ত্রী। পরিষ্কার জানিয়ে দেন, 'চিরকাল উদ্বাস্তুদের পক্ষে আমি দাঁড়িয়েছি। কারণ আমি দেখেছি তাঁদের সংগ্রাম। উদ্বাস্তু হয়ে এসে কী লড়াই চালিয়েছেন। তাঁরা তো ভারতীয়। আজ আবার তাড়িয়ে দেব? তাদের গ্রেপ্তার করব? আমাকে যদি বলে, মায়ের বার্থ সার্টিফকেট দেখাও। আমি দেখাতে পারব? তখন তো আজকের মতো বার্থ সার্টিফিকেটের চল ছিল না। তাই আমরা অনুপ্রবেশকারী?' 

বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার রাজনীতি ওঁরা বোঝেন না। আমরা ভারতীয় নাগরিকের পাশে রয়েছি। অনুপ্রবেশকরীর নাম দিয়ে অসমে তাদের ডিটেনশন করা হচ্ছে। ক্যাম্পে নিয়ে গিয়ে অত্যাচার করা হচ্ছে। তাদের সঙ্গে কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। শিবিরে ৮৩৩ জন রয়েছে। এদের মধ্যে শিশু, মহিলারাও রয়েছে। ক্যাম্পে খেতে দেওয়া হচ্ছে না। জল পাচ্ছে না। মুর্শিদাবাদ থেকে কাপড় বিক্রি করতে গিয়েছিল অসমে। তাদের আটকে রাখা হয়েছে। এসব কী? এক প্রতিনিধিদল কলকাতায় এসেছে। আমি ওদের সঙ্গে দেখা করব। এ রাজ্য থেকেও একটা দল সেখানে যাবে।